এইদিন ওয়েবডেস্ক,২৯ ডিসেম্বর : সৌদি আরবের অন্যতম শীর্ষ নারী অধিকার কর্মী লুজাইন আল-হাথলুলকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্রায় ৬ বছর কারাদন্ডে দণ্ডিত করল স্থানীয় একটি আদালত । স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ৩১ বর্ষীয় আল-হাথলুলের বিরুদ্ধে রাজ্যের সন্ত্রাসবিরোধী আদালত পরিবর্তনের জন্য আন্দোলন করা, একটি বিদেশী এজেন্ডা অনুসরণ করা, জনসাধারণের শৃঙ্খলা রক্ষার জন্য ইন্টারনেট ব্যবহার করা এবং অপরাধ এবং অপরাধে জড়িত ব্যক্তি ও সত্তাকে সহযোগিতা করার মত গুরুতর অভিযোগ আনা হয়েছে । এই অভিযোগে ২০১৮ সাল থেকে লুইজান আল হাথলুলকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছিল । সোমবার তাঁকে ৫ বছর ৮ মাসের কারাদন্ডের নির্দেশ দেয় আদালত । যদিও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাথলুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে মানতে চাননি । তাঁদের দাবি,সৌদির নারী অধিকার কর্মীর বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভুয়ো ।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্থানীয় মানবাধিকার সংগঠনগুলি ইতিমধ্যেই লুজাইন আল-হাথলুলেরব মুক্তির জন্য দরবার শুরু করেছে । এই রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যরা । পাশাপাশি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে রিয়াধকে । হাথলুলকে গ্রেফতারের এই রায় যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সলমনের সু-সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলেই মনে করছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি ।।