এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,২৮ ফেব্রুয়ারী : সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ঘোষণা করেছে। সৌদি আরবের সরকারী বার্তা সংস্থা মঙ্গলবার মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, এই সাত ব্যক্তিকে “সন্ত্রাসী” অর্থায়নকারী সংগঠন তৈরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২২ সালের পর, এটি সৌদি আরবে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ৷ সেবছর একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল । প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার চলতি বছরে এনিয়ে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে । গত বছর ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ।
সৌদি আরবের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা ও পশ্চিমি দেশগুলো।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ইউরোপীয় মানবাধিকার সংস্থার ডেপুটি আদেল আল-সাইদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগকে ‘অস্পষ্ট ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন । তিনি আরও বলেন, সৌদি আরব সরকারের বিবৃতিতে তিনি ওই সন্ত্রাসী সংগঠনের কথা উল্লেখ করেছেন যেটির সদস্য হওয়ার অভিযোগে এসব ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধানের ভিত্তিতে, সৌদি আরব, চীন এবং ইরান বিশ্বে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ডের সাক্ষী।।