শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৬ জানুয়ারী : আজ বৃহস্পতিবার একই দিনে পড়েছে দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান-সরস্বতী পূজো ও প্রজাতন্ত্র দিবস । রাজ্য জুড়ে প্রতিটি স্কুল ও কলেজে সাড়ম্বরে পালিত হচ্ছে বিশেষ ওই অনুষ্ঠান দুটি । ব্যাতিক্রম শুধু পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ডঃ গৌরমোহন রায় কলেজ । কলেজটিতে কোনো এক অজ্ঞাত কারণে সরস্বতী পূজো হল না এবারে । ফলে এদিন সকালে কলেজে পুষ্পাঞ্জলি নিতে আসা পড়ুয়াদের কলেজে এসে ফিরে যেতে হয় । এনিয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা । যদিও কলেজের অধ্যক্ষের দাবি, সরস্বতী পূজোর দায়িত্ব কলেজের কালচারাল কমিটির উপর দেওয়া হয়েছিল । সুতরাং এই বিষয়ে তাঁর কিছু জানা নেই ।
১৯৮৬ সালে প্রতিষ্ঠা হয়েছিল মন্তেশ্বরের ডঃ গৌরমোহন রায় কলেজ । তারপর থেকে প্রতি বছর ধুমধাম করে কলেজে সরস্বতী পূজো হয়ে আসছে । মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল বলেন,’আমাদের কলেজের জন্মলগ্ন থেকে সরস্বতী পূজো হয়ে আসছে । কলেজের ঐতিহ্য সরস্বতী পূজো । কিন্তু হঠাৎ করে এবছর পূজো বন্ধ করে দেওয়া হল । আমরা জানতাম অধ্যক্ষ মহাশয় আজ সরস্বতী পূজোর আয়োজন করবেন । কিন্তু ছাত্রছাত্রীরা কলেজে এসে দেখতে পায় পূজোর আয়োজন করা হয়নি । এনিয়ে আমরা অধ্যক্ষ মহাশয়ের কাছে জানতে গেলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি । এখন উনি কলেজের কালচারাল কমিটির উপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন । কলেজের সরস্বতী পূজো বন্ধ হয়ে যাওয়ার দায় অধ্যক্ষ মহাশয়ের । আমরা এই কারনে ওনাকে তীব্র ধিক্কার জানাই ।’ এই বিষয়ে কলেজের অধ্যক্ষ বসন্ত খামরে বলেন,’সরস্বতী পূজোর দায়িত্ব কলেজের কালচারাল কমিটিকে দেওয়া হয়েছিল । তারা কি করেছে আমি জানি না।’
কলেজের অধ্যক্ষ ও পড়ুয়াদের বক্তব্য শুনুন :-
যদিও ইসারুল মণ্ডলের অভিযোগ,’কলেজের অনুষ্ঠান নিজের পছন্দের লোকজনদের করান কলেজের অধ্যক্ষ । ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের অনুষ্ঠান অধ্যক্ষ কাছের কিছু শিক্ষক ও নন টিচিং স্টাফকে দিয়ে আয়োজন করেছিলেন । ২৩ শে জানুয়ারী উনি একই ভাবে করেছেন ৷ সেই কারনে কিছুদিন আগেই ছাত্রছাত্রীরা এনিয়ে আন্দোলন করেছিল ।’ তাঁর অভিযোগ,সরস্বতী পূজোর জন্য কলেজের কালচারাল কমিটির সঙ্গে উনি কোনো বৈঠকই করেননি ।।