শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জানুয়ারী : জন্মলগ্ন থেকেই ফুটবল খেলার সঙ্গে জড়িত পূর্ব বর্ধমানের ভাতার থানার এরুয়ারের উদয়চল ক্লাবের নাম। সারা বছর ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ এলাকার প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরাই প্রধান লক্ষ্য এই ক্লাবের । শুধু পুরুষরাই নয়,মেয়েদের ফুটকল খেলায় আগ্রহী করে তুলতে চেষ্টা চালিয়ে যান ক্লাব কর্তারা । এরুয়ার উদয়াচল ক্লাবের মহিলা ফুটবলারদের সাফল্য ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই ১৫ জন মহিলা ফুটবলার সিভিক ভলেন্টিয়ার কাজে নিযুক্ত হয়েছে। যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি মাঠমুখী করা এবং যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো লক্ষ্যে একের পর এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে এরুয়ারের উদয়চল ক্লাব ।
রবিবার এরুয়ার গ্রামের বাসিন্দা স্বর্গীয় প্রভাবতী দেবীর স্মৃতির উদ্দেশ্যে জমজমাট ফুটবল ফাইনাল প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষ কাপ জয়ী বাংলার অন্যতম নায়ক রবি হাঁসদা। ক্লাবের পক্ষ থেকে এদিন রবি হাঁসদাকে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি রবি হাঁসদার পাশে দাঁড়াতে ক্লাবের পক্ষ থেকে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেন ক্লাব সদস্য তথা ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, মাসখানেক আগে প্রভাবতী দেবীর স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার সূচনা হয়। চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা রবিবার মুখোমুখি হয় জৌগ্রাম একাডেমী বনাম হাসান এন্টারপ্রাইজ বকশিনগর । নির্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলে প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ঘোষিত হয় হাসান এন্টারপ্রাইজ বকশিনগর। খেলায় বিজয়ী ও বিজিত দলকে সুদর্শনীয় ট্রফি সহ আর্থিক পুরস্কার দেওয়া হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ সহ একাধিক পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক তথা ক্লাব সদস্য মানগোবিন্দ অধিকারী, সন্তোষ কাপ জয়ী বাংলার অন্যতম সদস্য রবি হাঁসদা, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্ত, প্রাক্তন বনাঞ্চল আধিকারিক জয়ন্ত ধাড়া, ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই, ক্লাব সদস্য শুভ্রাংশ বুট, ঝুলন অধিকারী সহ প্রচুর ফুটবলপ্রেমী মানুষজন।।