জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ মে : ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাব বা কালবৈশাখী, বিকেল হতে না হতেই গত কয়েকদিন ধরে চারদিক ঘিরে ফেলছে ঘন কালো মেঘ। শুরুটা হচ্ছে কখনো উত্তর-পশ্চিম, কখনো বা দক্ষিণ-পূর্ব দিক থেকে। ফলাফল সেই একই। হঠাৎ তীব্র গতিতে ছুটে যাচ্ছে বাতাস, ভেঙে পড়ছে গাছ, উপরে যাচ্ছে বিদ্যুতের খুঁটি । আজ বুধবার এই পরিচিত ঘটনার সাক্ষী থাকল আউশগ্রাম-২ নং ব্লকের ভেদিয়ার সাঁতলা গ্রাম ।
স্থানীয় সূত্রে জানা গেছে,বিকেল সাড়ে তিনটে নাগাদ হঠাৎ ঝড় ওঠে, সঙ্গে শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে ভেঙে পড়ে একাধিক গাছ। এরকমই একটা গাছ ভেঙে পড়ে জনৈক শের আলির ট্রাক্টরের উপর। এছাড়া শিলাবৃষ্টির জন্য সব্জী সহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বিধায়ক অভেদানন্দ বললেন, সমস্ত রকমের সাহায্য নিয়ে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি।।