ভজ গোবিন্দঃ ভজ গোবিন্দঃ
গোবিন্দঃ ভজ মুধমতে।
সম্প্রাপ্তে সন্নিহিতে কালে
নাহি নাহি রক্তাতি ডুক্রিঙ্করণে ॥ ১ ॥
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
মূঢ় জাহিহি ধনগমতৃষ্ণাণ
কুরু সদবুদ্ধিমণি বিতৃষ্ণাম।
যল্লভাষে নেকর্মোপাত্তাম
বিত্তং তেনা বিনোদয় চিত্তম ॥ ২৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
নারিস্তানভরা-নাভিদেশম
দ্রষ্টভা মা গা মোহাবেশম ।
তেনমাংসাবসাদিবিকরাং
মানসী বিচিন্তায় ভারম ভারম ॥ ৩৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
নলিনীডাল-গাতজলমতিতারালং
তদ্বজ্জীবিতমাতিশয়-চাপলম।
বিদ্ধি বিদ্যাভিমানাগ্রস্তং
লোকং শোকহতাং চ সমাস্তম ॥ ৪৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
যবদ্বিতোপর্জনসক্তাহতাভন্নিপরিবারো রক্তঃ।
পশ্চাজ্জিবতি
জর্জরদেহে বর্তাং কোপি না প্রচ্ছতি গেহে ॥ ৫৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
যবতপবনো নিবাসতি দেনে
তাবৎপ্রচ্ছতি কুশলং গেহে।
গাতবতী ব্যয়াউ দেহাপায়ে
ভার্যা বিভ্যাতি তসমঙ্কায়ে ॥ ৬৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
বালস্তবৎকৃতিঃ তরুণস্তবত্তরুণিসক্তঃ।বৃদ্ধাস্তবশ্চিন্তাসক্তঃ
পরমে ব্রহ্মণি কোপি ন সক্তঃ ॥ ৭।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
কা তে কান্তা কাস্তে পুত্রঃ
সংসারোয়মতীব বিচিত্রঃ।
কস্য ত্বঃ কঃ কুত আয়াতঃ তত্ত্বঃ চিন্তয়
তদিহা ভরাতঃ ॥৮৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
সৎসংগতে নিসংগত্বন্নিসংগতে নির্মোহত্বম্।
নির্মোহৎভে নিশ্চলতত্ত্বং
নিশ্চলতত্ত্বে জীবনমুক্তিঃ ॥ ৯৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
ব্যাসি গাতে কঃ কামবিকারঃ শুষ্কে নীরে কঃ কাসারঃ।ক্ষিণে বিত্তে কঃ পরিবর্তঃ জ্ঞানে তত্ত্বে কঃসংসারঃ৷ ১০ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
মা কুরু ধন-জন-যৌবন-গর্বং
হরতি নিমেষাতকলঃ সর্বম।
মায়াময়মিদমখিলং হিত্বা
ব্রহ্মপদং ত্বাং প্রবিশা বিদিত্বা ॥ ১১৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
দিনামিন্যাউ সায়াঃ প্রাতঃ
শিশিরবাসন্তঃ পুনরায়তঃ।
কালাঃ ক্রিডতি গচ্ছচাত্যায়ুঃ
তদপি ন মুঞ্চত্যাশাওয়ায়ুঃ ॥ ১২ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
কা তে কান্তা ধনগতচিন্তা
ভাতুলা কিম তব নাস্তি নিয়ন্তা ।
ত্রিজগতি সজ্জনসংগতিরেকা
ভবতি ভবরণবতারণে নৌকা ॥ ১৩ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
দ্বাদশ-মঞ্জরিকাভিরশেষঃ
কথিতো ভাইয়াকরনস্যৈষঃ।
উপদেশো’ভূতবিদ্যা-নিপুণইঃ
শ্রীমচচাঙ্কর-ভগবচচরণইঃ ॥ ১৪ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
যতিলো মুন্ডি লুণচিটকেশঃ
কশয়ম্বর-বহুকৃতবেসঃ।
পশ্যনপি চ ন পশ্যতি মুধহঃ উদারনিমিত্তঃ
বহুকৃতত্বভেষঃ ॥ ১৫৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
অংগং গলিতম পালিতম মুণ্ডনম
দশানবিহিনাম জটাম তুন্ডম।
বৃদ্ধো ইয়াতি গ্রহিতা দানং
তদপি ন মুঞ্চত্যাশাপিণ্ডম ॥ ১৬ ।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
অগ্রে বহ্নিঃ পার্স্বে
বানুহ তারা চুবুকা-স্মর্পিতা-জানুহ।
করতলা-ভিক্ষাস্তরুতালাভাসাঃ
তদপি ন মুঞ্চত্যাশাপাশাঃ ॥ ১৭।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
কুরুতে গঙ্গাসাগরগমনঃ
ব্রত-পরিপালনমথাব দানম্।
জ্ঞানবিহীনঃ সর্বমতেন ভজতি
ন মুক্তিং জন্মশতেনা ॥ ১৮৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
সুরমন্দির-তরু-মূল-নিবাসঃ
শ্যায়া ভূতলামজিনাঃ বাসঃ।
সর্ব-পরিগ্রহ-ভোগত্যাগঃ
কস্য সুখঃ না করোতি বিরাগঃ ॥ ১৯ ।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
যোগরতো ভা ভোগরতো ভা
সংগারতো ভা সংগবিহীনঃ।
যস্য ব্রহ্মণি রামতে চিত্তং
নন্দতি নন্দতি নন্দত্যেব ॥ ২০ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
ভগবদ্গীতা কিঞ্চিদাধিতা
গঙ্গাজল-লাবকাণিকা পিতা।
সক্রদপি য়েনা মুরারিসমর্চা
ক্রিয়াতে তস্য যমেনা ন চর্চা ॥ ২১৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
পুনারপি জন্মানম পুনারপি মরনম
পুনারপি জননীজঠরে সায়ানম।
ইহা সংসারে বহুদুস্তারে
কৃপায়া’পাড়ে পাহি মুরারে ॥ ২২ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
রথ্যাচারপাট-বির্চিত-কণ্ঠঃ
পুণ্যপুণ্য-বিবর্জিত-পন্থঃ।
যোগী যোগনিয়োজিত-চিত্তঃ
রমতে বালোনমত্তবাদেব ॥ ২৩ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
কাস্তবং কো’হং কুটা আয়তঃ কা মে জননী
কো মে তাতাঃ।
ইতি পরিভবয় সর্বমাসারং
বিশ্বং ত্যক্তা স্বপ্নবিচারম্ ॥ ২৪ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
ত্বয়ি মায়ি চান্যত্রিকো বিষ্ণুঃ
ব্যর্থং কুপ্যসি মায়্যসাহিষ্নুঃ।
ভব সমাচিত্তঃ সর্বত্র ত্বং
বানচাস্যাচিরাদ্যদি বিষ্ণুত্বম্ ॥ ২৫।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
শত্রৌ মিত্রে পুত্রে বন্ধৌ
মা কুরু যত্নাং বিগ্রহসন্ধৌ।
সর্বস্মিন্নপি পশ্যাত্মনামঃ
সর্বত্রোৎসৃজা ভেদাজ্ঞানম্ ॥ ২৬।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
কামং ক্রোধম লোভন মোহম ত্যক্তাত্মানং পশ্যতি
সো’হম।
আত্মজ্ঞানবিহিনা
মুধহঃ তে পচ্যন্তে নরকানিগুহঃ ॥ ২৭।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
গয়ম গীতা-নমসহস্রম
দয়াম শ্রীপতি-রূপমজাশ্রম।
ন্যয়ং সজ্জন-সংগে চিত্তং
দেয়ং দীনাজনয় চ বিত্তম ॥ ২৮।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
সুখতঃ ক্রিয়াতে কামাভোগঃ পশ্চাদন্ত
শরীরে রোগঃ।
যদ্যপি লোকে মারাণণ শারণণ
তদপি না মুঞ্চতি পাপচারণম্ ॥ ২৯ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
অর্থমনার্থঃ ভাবা নিত্যঃ
নাস্তিততাঃ সুখলেশঃ সত্যম্।
পুত্রাদপি ধনভজাঃ ভিতিঃ
সর্বত্রয়ঃ বিহিতা রীতিঃ ॥ ৩০।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
প্রাণায়ামমণ প্রত্যহারণ
নিত্যনিত্য বিবেকবিচারম।
জাপ্যসামেতসমাদধিবিধিম
কুর্ববধনং মহাদবধনম্ ॥ ৩১ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
গুরুচরণাম্বুজ-নির্ভরভক্তঃ
সংসারদাচিরাদ্ভব মুক্তঃ।
সেন্দ্রিয়মানাসা-নিয়মদেবং
দ্রক্ষ্যসি নিজহর্মদয়স্থং দেবম ॥ ৩২ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
মুঢ়ঃ কশ্চনা ভাইয়াকরণো
দুঃকরঙ্কারন্ধায়নাধুরেনাঃ ।
শ্রীমচচাংকর-ভগবচচিষ্যাইঃ
বোধিতা আসীচ্ছোধিতা-করণঃ ॥ ৩৩ ৷
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
ভজ গোবিন্দঃ ভজ গোবিন্দঃ
গোবিন্দঃ ভজ মুধমতে।
নামস্মরনাদান্যমুপায়ং
নাহি পশ্যামো ভবতরণে ॥ ৩৪।
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম…
উপসংহার : ‘ভজ গোবিন্দম’ রচনা করেছিলেন জগদ্গুরু আদি শঙ্করাচার্য । ‘ভজ গোবিন্দম’ হিন্দু আধ্যাত্মবাদের ক্ষুদ্র সংস্করণ । ভজন হিসেবে গাওয়া হলেও এতে রয়েছে বেদান্তের সারমর্ম এবং মানুষকে ভাবতে অনুরোধ করে, আমি কেন? কেন এই জীবন ? কেন আমি সম্পদ আহরণ করছি ? পরিবার আছে কিন্তু শান্তি নেই কেন ? সত্য কি ? জীবনের উদ্দেশ্য কি? এইভাবে জাগ্রত ব্যক্তির আত্মিক রাস্তার পথ ঠিক হয়ে যায়,ঈশ্বরের শরণে ফিরে যায় ।
ভজ গোবিন্দমের পটভূমিও বেশ আকর্ষণীয় । কাশী বাসের সময় জগদ্গুরু আদি শঙ্করাচার্য এক বৃদ্ধ লোককে পাণিনির সংস্কৃতের নিয়ম অধ্যয়নরত অবস্থায় লক্ষ্য করলেন। বৃদ্ধের দুর্দশা দেখে শঙ্করের হৃদয় মমতায় ছুঁয়ে গেল । কারন তার বছর কাটছে নিছক বুদ্ধিবৃত্তিক সময় দিতে । তিনিও এভাবে প্রার্থনা করলে এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য সময় ব্যয় করলে ভাল হত । শঙ্কর বুঝলেন পৃথিবীর সংখ্যাগুরু মানুষ নিছক বুদ্ধিবৃত্তিক, ইন্দ্রিয় আনন্দে নিযুক্ত এবং ঐশ্বরিক চিন্তাভাবনা নয়। এটা দেখে তিনি এই ভজন রচনা করেন ৷ ভজ গোবিন্দ ৩১ টি পদে রচিত এই ভজনে তিনি আমাদের বিভ্রম,জীবনের প্রতি ভুল দৃষ্টিভঙ্গি এবং আমাদের অজ্ঞতা দূর করেন । ভজ গোবিন্দম মূলত ‘মোহ মুদ্গর’ নামে পরিচিত, যার অর্থ ভ্রম দূরকারী।।