এইদিন ওয়েবডেস্ক,দুবাই,০৭ জানুয়ারী : পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিবাহ বিচ্ছেদের খবরের মধ্যে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তাঁর পেশাদার টেনিস ক্যারিয়ার থেকে অবসরের কথা ঘোষণা করেছেন । কারন হিসাবে ইনজুরির কথা জানিয়েছেন তিনি । তবে আগামী মাসে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলবেন বলে জানিয়েছেন সানিয়া । আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ । ওটাই হবে সানিয়ার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট ।
এর আগে গত বছর ঘোষণা করেছিলেন যে তিনি ২০২২ সালের শেষের দিকে অবসর নেবেন। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি ইউএস ওপেন। এমন পরিস্থিতিতে চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া মির্জা। এরপর সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নশিপ খেলে টেনিসকে চিরতরে বিদায় জানাবেন তিনি ।
সানিয়া এখন পর্যন্ত ৬ টি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। তিনি ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন,২০১৫ সালে উইম্বলডন এবং একই বছরে ইউএস ওপেন ডাবলস শিরোপা জিতেছেন । এছাড়াও তিনি ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন,২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে ইউএস ওপেন এই তিনটি গ্র্যান্ড স্লাম মিক্সড ডাবলস শিরোপা জিতেছেন ।
ভারত সরকার ২০০৪ সালে সানিয়া মির্জাকে অর্জুন পুরস্কার,২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার,২০১৫ সালে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এবং ২০১৬ সালে পদ্মভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে ।
সানিয়া মির্জা ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । ২০১৮ সালের ৩০ অক্টোবর পুত্র ইজহান মির্জা মালিকের জন্ম দেন সানিয়া । কিন্তু পাকিস্তানের এক অভিনেত্রীর সঙ্গে শোয়েব অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় গত বছর তাদের সম্পর্কে ফাটল দেখা দেয় । দু’জনের বিচ্ছেদও হয়ে গেছে বলে শোনা যাচ্ছে ।
ইতিমধ্যে বিভিন্ন ইস্যুতে সানিয়াকে নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে । একবার ভারতের পতাকা পা দিয়ে স্পর্শ করার অভিযোগ উঠেছিল সানিয়া মির্জার বিরুদ্ধে । সেই দৃশ্যে চরম ক্ষুব্ধ হয়েছিল দেশবাসী । জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইনের অধীনে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন সমাজকর্মী প্রকাশ সিং ঠাকুর । এছাড়া ছোট স্কার্ট খেলার জন্য বছর দশেক আগে সানিয়ার বিরুদ্ধে একটি ফতোয়া জারিও হয়েছিল ।।