এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৬ এপ্রিল : উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির “ত্রাস” প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলে । জেলবন্দি তার দুই সাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারও । তাতেও যে সন্দেশখালির পরিস্থিতি একটুও বদলায়নি । কারন লোকসভা আবহের মধ্যেই সন্দেশখালির এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল অস্ত্র ও গোলাবারুদ । জানা গেছে,আবু তালেব মোল্লা নামে ওই তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীর তদন্তকারী সংস্থা উদ্ধার করেছে বিদেশি নাইন এম এম, দেশি সেভেন এমএম পিস্তল মিলে অন্তত ১৫টি আগ্নেয়াস্ত্র । পাওয়া গেছে প্রচুর বোমা ও কার্তুজও ।
স্থানীয় সূত্রে খবর, আবু তালেব মোল্লা হল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত হাফিজুল খানের আত্মীয় । স্বভাবতই এত বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
এদিকে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধার হতেই সেখা পৌঁছে গেছে ন্যাশানাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর বম্ব ডিসপোসল এবং ডিটেকশন স্কোয়াড । তারা উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার পাশাপাশি মাটি খুঁড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে । সঙ্গে রয়েছে সিবিআই এর দল । রোবট যানের সাহায্যে বিস্ফোরকের সন্ধানে সন্দেশখালি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে । এদিকে আদর্শ আচারণবিধি জারি থাকাকালীন অস্ত্র উদ্ধার হওয়ায় সিবিআই জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে ।।