এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ সেপ্টেম্বর : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের পদে থাকার সময় ব্যাপক আর্থিক দূর্নীতি, বায়োমেডিক্যাল ওয়েস্ট’ বা জৈব বর্জ্য ও সরকারি ওষুধপত্র বাইরে পাচার থেকে শুরু করে বেওয়ারিশ লাশ পর্যন্ত বিক্রির অভিযোগে অভিযুক্ত ‘গুনধর’ সন্দীপ ঘোষ । তার এই সমস্ত দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সন্দীপ । কিন্তু তার সেই আবেদন আজ শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।
প্রসঙ্গত,আরজি করের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত খুনের তদন্ত কলকাতা হাইকোর্টের নজরদারিতে করছে সিবিআই । এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সন্দীপের দিকেই মূলত অভিযোগের আঙুল উঠছে । যদিও সন্দীপ ঘোষের আইনজীবী আজ সর্বোচ্চ আদালতে দাবি করেছে যে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনও সম্পর্ক নেই,শুধু দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে । তাসত্ত্বেও ধর্ষণ-খুনের ঘটনায় তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । যদিও সিবিআই তদন্তের উপর হস্তক্ষেপ করতে অস্বীকার করে প্রধান বিচারপতির বেঞ্চ । পাশাপাশি বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্ত যে স্বচ্ছভাবে হচ্ছে, তা নিশ্চিত করতে হবে কলকাতা হাইকোর্টকে।।