আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৪ মে : লকডাউনের কারনে বন্ধ রয়েছে নদীর বালিঘাটগুলি । স্বভাবতই ফাঁকা বালিঘাটগুলিতে বিশেষ নজরদারি নেই পুলিশের । সেই সুযোগে বালি তোলার পর পুলিশের চোখে ধুলো দিয়ে বালি বোঝাই ট্রাক্টর নিয়ে চম্পট দেওয়ার মতলবে ছিল বালি মাফিয়ারা । কিন্তু শেষ রক্ষা হয়নি । শেষ পর্যন্ত গোপন সুত্র থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ টি বালি বোঝাই ট্রাক্টর আটক করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ ।
মঙ্গলকোট ব্লক দিয়ে বয়ে গেছে অজয় নদ । রয়েছে একাধিক বালিঘাট । বর্তমানে আংশিক লকডাউন জারি হওয়ার কারনে বন্ধ রয়েছে বালিঘাটগুলি । তাই বালিঘাটগুলি ফাঁকা পড়ে রয়েছে । সেই সুযোগে সোমবার মাঝিগ্রাম অঞ্চলের অজয় নদের কোঁয়ারপুর ঘাট থেকে অবৈধভাবে বালি তোলার পর চারটি ট্রাক্টরে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সুত্রে খবর । কিন্তু গোপন সুত্র থেকে খবর চলে আসে মঙ্গলকোট থানায় । খবর পেতেই কোঁয়ারপুর ঘাটের কাছে হানা দেয় পুলিশের একটি দল । পুলিশকে দেখেই ট্রাক্টর চালকরা ট্রাক্টর ফেলে রেখে চম্পট দেয় । এরপর পুলিশ বালিবোঝাই চারটি ট্রাক্টরগুলি আটক করে । পুলিশ জানিয়েছে, ট্রাক্টর চালকদের সন্ধান চালানো হচ্ছে ।।