এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৩ সেপ্টেম্বর : মুম্বাইয়ে আইএনডিআইএ-এর মিটিং-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের তিলক পরতে অস্বীকার করা বা মুছে দেওয়ার ঘটনাকে ঘিরে বিতর্ক চলছে । এরই মাঝে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে তথা দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) সরকারের যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী উদয়নিধি স্টালিনের বিতর্কিত ও ঘৃণা মূলক বক্তব্য ঘিরে তোলপাড় গোটা দেশ । শনিবার (২ সেপ্টেম্বর, ২০২৩) উদয়নিধি বলেছেন,’সনাতন ধর্ম ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো তাই এই ধর্মকে নির্মূল করা উচিত ৷ তিনি আরও বলেন যে হিন্দু ধর্মের বিরোধিতা করা উচিত । উদয়নিধি যে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তার নাম ছিল ‘সনাতন ধর্ম নির্মূলীকরণ সম্মেলন’ । উদয়নিধি ওই সম্মেলনের সমর্থনে আরও বলেন,’এই সম্মেলন দেখে কিছু সনাতনদের পেট পুড়ে যাবে.. যতটা পারো ওদের জ্বলতে দাও..!’
উদয়নিধি স্টালিনের ওই ঘৃণামূলক বক্তব্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘এক্স’-এ ভাইরাল হয়েছে । ভিডিওতে উদয়নিধিকে বলতে শোনা গেছে,’সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য এই সম্মেলনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই । সম্মেলনকে ‘সনাতন ধর্মের বিরোধিতা’ না করে বরঞ্চ ‘সনাতন ধর্মকে নির্মূল’ বলার জন্য আমি আয়োজকদের এই প্রচেষ্টাকে অভিনন্দন জানাই ।’ উদয়নিধি স্ট্যালিন বলেন,’কিছু জিনিস আছে যা আমাদের নির্মূল করতে হবে এবং আমরা শুধু বিরোধিতা করতে পারি না । মশা, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, করোনা, এসবই এমন জিনিস যার শুধু বিরোধিতা আমরা করলেই হবে না, বরঞ্চ নির্মূল করতে হবে । সনাতনও তাই। বিরোধিতা না করে আমাদের প্রথম কাজ হওয়া উচিত সনাতনকে ধ্বংস করা ।’ তিনি বলেন,’সনাতন কী ? সনাতন নামটি এসেছে সংস্কৃত থেকে। সনাতন সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিরুদ্ধে। সনাতন মানে ‘ সবকিছু স্থায়ী’, যা পরিবর্তন করা যায় না। কেউ এর বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবে না,এটাই শাশ্বত মানতে হবে ।’
যদিও কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম সনাতন বিরোধী মন্তব্যের জন্য ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনের সমালোচনা করেছেন । তিনি বলেছেন, ‘সনাতন ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম। এই মন্তব্যটি কেবল সনাতন ধর্মের বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধেও ।’ তবে আচার্য প্রমোদ কৃষ্ণম উদয়নিধি স্টালিনের বক্তব্যের বিরোধিতা করলেও বিভিন্ন সময়ে কংগ্রেস নেতাদের হিন্দু ধর্ম বিরোধী বক্তব্য সামনে এসেছে । এই পরিস্থিতিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ের একটা বক্তব্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে মল্লিকার্জুন খাগড়েকে অহিন্দুদের সতর্ক করে বলতে শোনা যাচ্ছে,’নরেন্দ্র মোদীজিকে আরও শক্তিশালী করার অর্থ দেশে সনাতন ধর্ম ও আর এসএসের শাসন লাগু হবে ।’এদিকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমও হিন্দু ধর্ম বিরোধী বক্তব্য দিতে শোনা গেছে । তিনি বলেছেন যে সনাতন ধর্ম জাত পাত বিভাজনের উপর ভিত্তি করে গঠিত একটি সমাজ ছাড়া আর কিছুই নয়। তিনি সনাতন ধর্মকে অভিশাপ বলেছেন ।
প্রসঙ্গত,তামিলনাড়ুতে কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করেছে ডিএমকে । রাজ্যের খ্রিস্টান মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের জমানায় বারবার হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে । বর্তমানে ‘সনাতন ধর্ম নির্মূলীকরণ সম্মেলন’ এর আড়ালে হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ ।।