এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,২১ ফেব্রুয়ারী : প্রয়াগরাজে মহাকুম্ভে সপরিবারে পুণ্যস্নান করতে গিয়ে সনাতনকে অতীত-বর্তমান ও বিশ্বের ভবিষ্যৎ বলে মন্তব্য করলে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ৷ তিনি এক্স-এ লিখেছেন,’সনাতনই অতীত, সনাতনই বর্তমান, এবং সনাতনই বিশ্বের ভবিষ্যৎ। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি মহাকুম্ভে অংশগ্রহণ করতে পেরেছি ।’ পাশাপাশি মহাকুম্ভে সরকারিভাবে আয়োজনের ভুয়সী প্রশংসাও করেছে তিনি । হেমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমি উত্তরপ্রদেশ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজিকে এত চমৎকার আয়োজনের জন্য অভিনন্দন জানাই।’
যোগী আদিত্যনাথ তার এই মন্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে এক্স-এ লিখেছেন,’মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ!মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী’র সফল নির্দেশনায়, সঙ্গম শহরে আয়োজিত মহাকুম্ভ-২০২৫, প্রয়াগরাজ কেবল সনাতন সংস্কৃতির উৎকর্ষতাই প্রদর্শন করছে না, বরং সামাজিক সম্প্রীতির প্রতীক হয়ে উঠছে এবং সমস্ত মানবতাকে ঐক্যের সুতোয় সংযুক্ত করছে। এই মহান উৎসব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করছে।’
মমতা ব্যানার্জির “মৃত্যুকুম্ভ” মন্তব্যের প্রতিক্রিয়ায় হেমন্ত বিশ্ব শর্মা বলেন,’ওনার এটা বলা উচিত হয়নি । আমি তো ওনার কাছেও আবেদন রাখবো যে পশ্চিমবঙ্গ বার্ষিক কল্যাণের জন্য একবার মহাকুম্ভে এসে স্নান করুন ।’ কংগ্রেস প্রসঙ্গে হেমন্ত বিশ্বশর্মা বলেন,’কংগ্রেস পার্টি হলে সনাতন বিরোধী পার্টি । এটাও প্রকাশ্য্ব এসেছে যে কিভাবে আমেরিকার ডিপ স্টেটের ইশারায় কংগ্রেস ভারতের লোকতন্ত্রকে কব্জা করার চেষ্টা করেছিল । আমার মনে হয় কংগ্রেস পার্টি বেশিদিন টিকবে না । তাড়াতাড়ি খতম হয়ে যাবে ।’
তিনি আরো বলেন,’নরেন্দ্র মোদী আসার পর বহু কীর্তি স্থাপিত হয়েছে । দিল্লিতে ২৭ বছর বাদে সরকার এলো । হরিয়ানায় তিন তিনবার সরকার এলো । গুজরাট নতুন রেকর্ড করল । এটা বিজেপি এবং প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থাকে প্রতিফলিত করে ।’।