এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,২৬ জুন : “হালালার” ভয়ে ধর্মান্তরিত হয়ে হিন্দু যুবককে বিয়ে করলেন ইউপির বেরেলির সামরিন(২২) । মঙ্গলবার(২৫ জুন ২০২৪) বেরেলির আগস্ত্য মুনি আশ্রমে অগ্নিদেবকে স্বাক্ষী রেখে মিত্রপাল যাদব নামে এক যুবকের সাথে সাতপাকে বাঁধা পড়েছেন ওই তরুনী । সামরিন গায়ত্রী মন্ত্র উচ্চারণের পাশাপাশি বৈদিক রীতি অনুযায়ী যজ্ঞও করেছেন । নিজের নাম পরিবর্তন করে রেখেছেন সুমন যাদব নামে । বিয়ের পর সামরিন তার ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে তাদের ধর্মীয় রীতি “তিন তালাক ও হালালা”কে তিনি ভয় পেতেন । বোরখার প্রতিও তার অপছন্দ প্রকাশ করেছেন । সামরীন বলেন, ইসলামিক পদ্ধতির পাশাপাশি ধর্মীয় পুস্তবে লেখা বিষয় সম্পর্কে তার তেমন জ্ঞান নেই।
বেরেলির সেনথাল এলাকার বাসিন্দা গার্মেন্টস কর্মী জামিল আহমেদের মেয়ে সামরিন । সামরিনকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়িয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তার বাবা । বছর দুয়েক আগে ইজ্জতনগর এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওই পাড়ার বাসিন্দা মিত্রপাল যাদবের সঙ্গে তার পরিচয় হয় । মিত্রপাল ইন্টারমিডিয়েট পাস এবং তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত । কয়েকদিন আলাপচারিতার পর সামরীন ও মিত্রপালের মধ্যে বন্ধুত্ব হয় যা শেষ পর্যন্ত প্রেমে রূপ নেয়। দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।
এদিকে হিন্দু যুবকের সঙ্গে প্রেমের কথা জানতে পেরে সামরিনকে গৃহবন্দী করে রাখে তার পরিবার । কেড়ে নেওয়া হয় তার ফোনটিও । পাশাপাশি সামরিনের বিয়ের জন্য একজন মুসলিম ছেলের খোঁজ শুরু হয় ।
মঙ্গলবার সামরীন পরিবারের নজর এড়িয়ে কোনোমতে বাড়ি থেকে বের হয়ে মিত্রপালের কাছে পৌঁছায় । এরপর তারা দুজনেই চলে যান অগস্ত্য মুনির আশ্রমে । আশ্রমের পণ্ডিত কে কে শঙ্খধর উভয়ের নথিপত্র পরীক্ষা করেন এবং লিখিত স্বীকারোক্তি নিয়ে বৈদিক মতে তাদের বিয়ে দেন । বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান সামরীন। মিত্রপালের পরিবার আনন্দের সাথে তাদের পুত্রবধূকে স্বাগত জানায় ।।