এইদিন ওয়েবডেস্ক,সম্ভল(উত্তরপ্রদেশ),২৩ মার্চ : ২০২৪ সালের ২৪ নভেম্বর উত্তরপ্রদেশের সম্ভলে সাম্প্রদায়িক দাঙ্গার সময় উসকানিমূলক ভাষণ দিয়ে দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে শাহী জামা মসজিদ কমিটির প্রধান অ্যাডভোকেট জাফর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ রবিবার সকাল ১১টায় জাফর আলীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ৪ ঘন্টা ধরে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জাফর আলীকে গ্রেপ্তার করে চান্দৌসি আদালতে নিয়ে যাওয়া হয় । এই সময়ে, জাফর আলীকে গ্রেপ্তারের পর আদালতে নিয়ে যাওয়ার সময় তার সহকর্মী আইনজীবীরা পুলিশের গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে । তারা জাফর আলী জিন্দাবাদ স্লোগান তোলে ।
জাফর আলীর বাড়ি মসজিদ থেকে ১০০ মিটার দূরে। উত্তেজনার পরিপ্রেক্ষিতে, এলাকায় ২০০ জনেরও বেশি সেনা জওয়ান, ৫টি থানার পুলিশ বাহিনী, পিএসি এবং আরএএফ মোতায়েন করা হয় ।ঘটনাস্থলে বিশাল জনতা জড়ো হয়েছিল কিন্তু ক্ষোভ থাকা সত্ত্বেও, কেউ পুলিশের মুখোমুখি হওয়ার চেষ্টা করেনি, পাথর ছোঁড়া ইত্যাদি তো দূরের কথা । সম্ভলে যে চিত্র এককথায় নজিরবিহীন । সম্ভাল সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এটি এখন পর্যন্ত ৮০ তম গ্রেপ্তার, যার মধ্যে তিনজন মহিলাও রয়েছেন। এখনও কাউকে জামিন দেওয়া হয়নি। এপর্যন্ত ১৩০টি জামিনের আবেদন খারিজ করা হয়েছে।।