প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান,০৫ ডিসেম্বর : অশান্ত বাংলাদেশ । সেখানে এখন শুধুই চলছে ভারত বিরোধীতা আর হিন্দু নিধনযজ্ঞ। পদদলিত করা হচ্ছে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। অথচ এই বাংলাদেশের স্বাধীনতার জন্যই জীবন উৎসর্গ করেছে হাজার হাজার ভারতীয় সেনা। সেই সেনা দলের সদস্য হয়ে সমরেন্দ্র কুমার মণ্ডলও নিজের জীবনের তোয়াক্কা নাকরে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়ে গিয়েছিলেন । ভারতের এই অবদানের কথা বাংলাদেশের বর্তমান প্রশাসনের ভুলে যাওয়া দেখে তিনি আজ বড়ই বিস্মিত ও ক্ষুব্ধ।শরীর বয়সের ভারে ভারাক্রান্ত হলেও দেশের তেরঙ্গা জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নিতে পারছেন না মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই সেনানী।এরজন্য তিনি ইউনিস সরকারের বিরুদ্ধেও চরম বৃতিষ্ণা ও ক্ষোভ উগরে দিয়েছেন ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে থাকা ভারতীয় সেনা দলের সদস্য সমরেন্দ্র কুমার মণ্ডলের বাড়ি পূর্ব বর্ধমানের কালনা শহরের মিশনপাড়ায়। তিনি ও তাঁর পরিবার বংশ পরম্পরায় খ্রীষ্টান ধর্মাবলম্বী । তবুও বাংলাদেশে হিন্দুদের উপর মৌলবাদীদের অত্যাচার ও ভারতের জাতীয় পতাকার অবমাননা সমরেন্দ্র বাবু কিছুতেই মেনে নিতে পারছেন না।তিয়াত্তর বছর বয়সী প্রাক্তন ভারতীয় সেনা সমরেন্দ্র বাবু বাংলাদেশের ভারত বিরোধীতা দেখে স্তম্ভিত।একই সঙ্গে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ। সেই ক্ষোভ অকপটে তিনি উগরেও দিয়েছেন। মুক্তি যুদ্ধের সময়ের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে সমরেন্দ্র মণ্ডল বলেন,’২২ বছর বয়সে আমি ভারতীয় সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগদান করি।সেনা হিসাবে কর্মজীবন শুরু হয় জম্মু কাশ্মীরে।তারপর ১৯৭১ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে আমি যোগদান করি বাংলাদেশের মুক্তিযুদ্ধে। ভারতীয় সেনা হিসাবে ‘মিশন ক্যাকটাস লিলির’ শরিক হই। বাংলাদেশ কে স্বাধীন করার জন্য আমি এবং আমার মত আরও হাজার হাজার ভারতীয় সেনা নিজেদের জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধে লড়ে যাই। বাংলাদেশ স্বাধীন হয় । অথচ ভারতের এই অবদান আজকের বাংলাদেশ অস্বীকার করছে । এমনকি ভারত বিদ্বেষ জাহির করতে বাংলাদেশে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকার অবাননা করাও চলছে।’ বাংলাদেশের এই বিশ্বাসঘাতকতা ও ভারত বিদ্বেষী মনোভাব কিছুতেই মনে নিতে পারা যাচ্ছে না বলে সমরেন্দ্র মণ্ডল মন্তব্য করেছেন।
শুধু তাই নয়,বর্তমানে বাংলাদেশে ঘটে চলা হিংসা হানাাহানি ও অরাজকতার ঘটনা টোলিভিশনের পর্দায় দেখে নিজের রাগ চেপে রাখতে পারেননি সমরেন্দ্রবাবু । ক্ষুব্দ কন্ঠে তিনি বলেন,ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হয়ে আমি আমার দেশের জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নিতে পারছি না। যে কোন দেশের জাতীয় পতাক সেই দেশের বাসিন্দাদের কাছে গর্বের ও মর্যাদার প্রতীক । ভারতীয় সেনারা যে দেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিল ,সেই দেশে আজকে ভারতে জাতীয় পতাকার অবমানা হচ্ছে,ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে। এটা কল্পনারও অতীত ।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হয়ে চলা লাগামছাড়া হিংসা ও অত্যাচারের ঘটনা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেছেন প্রাক্তন ভারতীয় সেনা সমরেন্দ্র মণ্ডল । তিনি প্রশ্ন তোলেন কি করছে ইউনুস প্রশাসন? বাংলাদেশের সব ধর্মের ও বর্ণের মানুষকে সুরক্ষা দেওয়ার দায় তো সে দেশের বর্তমান মহম্মদ ইউনুস প্রশাসনের। সেই দায়িত্ব পালন না করে মহম্মদ ইউনুস আসলে কি করতে চাইছেন,সেটাই এখন সবথেকে প্রশ্ন হয়ে দাড়িয়েছে বলে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন ভারতীয় সেনা সুরেন্দ্র মণ্ডল জানিয়েছেন।।