এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৫ ফেব্রুয়ারী : উত্তরপ্রদেশের মাফিয়া ডন মুখতার আনসারির (Mukhtar Ansari) ছেলে সমাজবাদি পার্টির বিধায়ক আব্বাস আনসারিরও (৩১)ও অপরাধ জগতের সঙ্গে যোগ রয়েছে । আব্বাস জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী শুটার । হাওয়ালা মামলায় গ্রেফতার আব্বাসকে গত বছরের ১৮ নভেম্বর চিত্রগুট কারাগারে পাঠানো হয়েছিল । কিন্তু কারাগারের মধ্যেই স্ত্রী নিখাত বানোর (Nikhat Bano) সঙ্গে মিলিত হত আব্বাস । সুপারিনটেনডেন্ট অশোক সাগরের অফিসে তারা একান্তবাস করত । কারাগারের ভিজিটর রেজিস্টারে নিখাতের নাম নথিভুক্ত করা হত না । এই তথ্য ফাঁস হওয়ার সাথে সাথে চিত্রগুট জেলার পুলিশ সুপার (এসপি) বৃন্দা শুক্লা তাদের হাতেনাতে ধরে ফেলে । গ্রেফতার করা হয় নিখাত বানোকে । বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোন, কয়েক লাখ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। তদন্তে এসপি জানতে পারেন,আব্বাস গত দেড় মাস ধরে স্ত্রী নিকমের সঙ্গে ওই কক্ষে থাকছিলেন । এই ঘটনায় সাসপেন্ড করা হয় জেল সুপার অশোক সাগর,জেলর সন্তোষ, ডেপুটি জেলর পীযূষ পান্ডে এবং ৫ জন ক্যাপ্টিভ গার্ডকে ।
এবার আব্বাস আনসারিকে মধ্যপ্রদেশের চিত্রকুট জেল থেকে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলে স্থানান্তরিত করা হল । বুধবার ভোর সাড়ে ৫ টায় আব্বাসকে কাসগঞ্জ কারাগারে পাঠানো হয় । তার আগে মঙ্গলবার রাতে কড়া নিরাপত্তায় আব্বাসকে কাসগঞ্জ কারাগারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয় । আব্বাসকে কাসগঞ্জ কারাগারে কড়া নজরদারিতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে ।
চিত্রকূট জেলের ঘটনার পরে জেল প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ধরমবীর প্রজাপতি মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেল সুপার, জেলর, ডেপুটি জেলর এবং ডিআইজি স্তরের আধিকারিকদের সাথে একটি পর্যালোচনা বৈঠক করেন । আর তখনই অবিলম্বে চিত্রকুট জেলা কারাগারে বন্দী বিধায়ক আব্বাস আনসারিকে জেলা কারাগার কাসগঞ্জে স্থানান্তর করার নির্দেশ দেন মন্ত্রী । বৈঠকে বলা হয়, তদন্ত প্রতিবেদন আসার পর ঘটনার সঙ্গে জড়িত কারা প্রশাসনের লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেল সুপারদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী সব কারাগারে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে খবর ।
প্রসঙ্গত,বাব্বাসের বাবা মুখতার আনসারি উত্তরপ্রদেশের একজন অপরাধী পটভূমির রাজনীতিবিদদের একজন । কারাগারে থাকা অবস্থায় একাধিকবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। মুখতারের বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। তার ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ভবনগুলিও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে ।।