এইদিন ওয়েবডেস্ক,লখনউ,৩০ মে : সমাজবাদী পার্টির (এসপি) বর্ষীয়ান নেতা ৭৬ বছর বয়সী আজম খানকে ১০ বছরের কারাদণ্ড এবং ১৪ লাখ টাকা জরিমানা করেছে উত্তরপ্রদেশের রামপুর এমপি/বিধানসভা আদালত । সমাজবাদী পার্টি সরকারে থাকার সময় ২০১৬ সালে রামপুরের দুঙ্গারপুর কলোনীর বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ, লুটপাট এবং হুমকি দেওয়ার মামলায় এই শাস্তি দেওয়া হয়েছে তাকে ।আদালত আজম খানের বিরুদ্ধে অনুপ্রবেশ, ইচ্ছাকৃত অপমান, অপরাধমূলক ভয় দেখানো এবং ক্ষতিকারক হামলাসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত করেছে । আজম খান ছাড়াও একই মামলায় তার দুই দোসর রামপুর পৌরসভার প্রাক্তন সভাপতি আজহার আহমেদ খান এবং প্রাক্তন সার্কেল অফিসার আলে হাসানকে ৫ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত,আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে দুঙ্গারপুর কলোনিতে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে সরকারি আশ্রয়কেন্দ্র নির্মাণ করার অভিযোগ রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তারা জোরপূর্বক বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে টাকা ও জিনিসপত্র লুট করে আজম খানের লোকজন । যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তর প্রদেশে সরকার ২০১৯ সালে এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করে । প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ক্যাবিনেট মন্ত্রী আজম খানের বিরুদ্ধে গত দুই বছরে এটি ষষ্ঠ মামলা, যাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজম খান বর্তমানে আরেকটি ফৌজদারি মামলায় সীতাপুর কারাগারে সাজা ভোগ করছেন ।।