এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৮ জানুয়ারী : আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় শ্রীরাম মন্দিরের শুভ উদ্বোধন । ওইদিন উত্তরপ্রদেশে মদ-মাংস ও মাছ বিক্রি নিষিদ্ধ করল যোগী আদিত্যনাথ সরকার । আজ বৃহস্পতিবার সরকারিভাবে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে । ওইদিন অযোধ্যায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত সহ কয়েক হাজার ধর্মগুরু । উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা । প্রধানমন্ত্রীর হাত দিয়েই হবে মন্দিরের শুভ উদ্বোধন ।
২২ শে জানুয়ারি বারোটা কুড়ি মিনিট নাগাদ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । মহীশূরের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি রামলল্লা মূর্তি মন্দিরে স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী মহামস্তকাভিষেক। চলছে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান । রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগের দিন রামলালা মূর্তিকে ১২৫
টি কলশ ভর্তি যমুনার জল দিয়ে দিব্যস্নান করানো হবে । ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে কাতারে কাতারে ফুলনাথ ফিরা অযোধ্যায় ভিড় করছেন ।।