এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২১ অক্টোবর : বলিউড প্রযোজক-পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী শার্লিন চোপড়া । সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন ,’বৃহস্পতিবার(২০ অক্টোবর ২০২২) আমি ‘মি টু’ (MeToo) অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থা ও হুমকির অভিযোগ দায়ের করেছি । তিনি আমাকে তাঁর গোপনাঙ্গ দেখিয়ে এবং স্পর্শ করতে বাধ্য করেছিলেন ।’ তিনি বলেন,’হার্ভে ওয়েইনস্টেইনকে যেভাবে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আমি চাই সাজিদ খানকেও সেভাবে যেন জেলে পাঠানো হয় । তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বহু মহিলা । ওই সমস্ত মহিলাদের বক্তব্য বিবেচনায় নিয়ে বিচারকের তাঁর সাজার দৈর্ঘ্য নির্ধারণ করা উচিত । আমি দেশের মানুষ জানাতে চাই যে ধনী বা গরিব, সাজিদ খান বা রাজ কুন্দ্রা, কেউই আইনের ঊর্ধ্বে নয় ।’
অভিনেত্রী জানান, পুলিশ ঘটনার সময় সময়কাল জানতে চেয়েছিল । উত্তরে তিনি জানিয়েছেন, ঘটনাটি ২০০৫ সালের । শার্লিন সংবাদ সংস্থাকে বলেছেন,’অভিযোগ দায়ের করতে এত দেরি হওয়ার কারন হিসাবে আমি পুলিশকে বলি,সাজিদ খানের মতো একজন বড় নামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করার সাহস আমার ছিল না ।২০১৮ সালে ‘মি টু’ নিয়ে প্রচারের পরে আমি এই সাহস পেয়েছি ।’ শার্লিন বলেন,’যে কেউ সেই মিডিয়া ইন্টারভিউ পড়তে পারে বা সোশ্যাল মিডিয়ায় গিয়ে জানতে পারে যে ‘মি টু’ অভিযুক্ত সাজিদ খান সেই মহিলাদের সাথে কত নোংরা আচরণ করেছিলেন। কাউকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি দিনে কতবার সেক্স করেন, তাদের কতজন বয়ফ্রেন্ড আছে ।’
উল্লেখ্য,বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’-এর প্রতিযোগী হিসাবে যখন থেকে সাজিদ খানকে কাস্ট করা হয়েছে তখন থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে । রানি চট্টোপাধ্যায়, কনিষ্ক সোনি, শার্লিন চোপড়া এবং মান্দানা করিমির মত অভিনেত্রীরা সাজিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে তাকে কাস্ট করার বিরোধিতা করেছেন । চলতি বিতর্কের মাঝেই সাজিদের একটি ইন্টারভিউয়ের ভিডিও ভাইরাল হয়েছে । সেখানে ৩৫০ মহিলার সঙ্গে সম্পর্কের কথা নিজের মুখে কবুল করতে শোনা গেছে সাজিদ খানকে ।।