এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ আগস্ট : রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ হিন্দিভাষী কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপি কর্মীদের “কুত্তা-কুতিয়া” সম্বোধন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ । গতকাল তিনি নিজের ফেসবুক পেজে সেই হুমকি ভিডিও পোস্ট করেছেন । যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন । ভিডিওতে অভিযুক্ত কাউন্সিলরকে একটা মন্দিরের চাতালে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে বক্তব্য দিতে দেখা গেছে । নিজের ভাষণে ওই কাউন্সিলর হিন্দিতে বলেন,”আজ থেকে যে বিজেপি করবে, কান খুলে শুনে রাখ বাবু, এখন থেকে মানসিকতা পরিবর্তন করো, তা না হলে কাউকে রেহাই দেওয়া হবে না । সব খতম করে দেব । এখানে এসে রাজনীতি করছিস । আমার কথা যদি শুনতে পাস, দুই কুত্তা এবং এক কুতিয়া , শুনে রাখ খতম করে দেবো ।”
সজল ঘোষ জানিয়েছেন,হুমকি দেওয়া ব্যক্তি কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আনোয়ার খান। তিনি প্রতিক্রিয়ায় লিখেছেন,’বক্তা কলকাতার ৮০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আনোয়ার খান। বাংলার বাঙালিদের ভাবার সময় এসেছে,এদের ভাষা শুনুন,দিদি তো আজকাল আবার হিন্দি বোঝেন না, বিজেপির কর্মীদের খতম করে দেবে, দুটো কুত্তা আর একটা কুতিয়া(স্থানীয় বিজেপি নেতা নেত্রীদের উদ্দেশ্যে)। মহিলাদের উদ্দেশ্যে তৃণমূল নেতাদের এই ভাষা সেই রাজ্যে মহিলাদের কেমন সম্মান তা সহজেই অনুমেয় ।’
তিনি আরও লিখেছেন,’আনোয়ার খান বাঙালি নয় কিন্তু রাজ্যের বাসিন্দা, দিদির প্রথম পছন্দের তালিকার আর বিজেপির অন্য প্রদেশের কোন একজন নেতা যদি একটা শব্দ ভুল লিখে ফেলেন (বিতর্ক আছে) তাহলে সবাই গেল গেল করে ওঠে, আর ইনি এলাকার একাধিকবার নির্বাচিত পৌর প্রতিনিধি তাঁর এরকম ভাষা ? ভাষা আন্দোলনকারীদের মুখের ভাষা আরেকবার শুনে নিন ।’
পাশাপাশি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সজল ঘোষ আজ বলেন,’ওর রাজনৈতিক বাবা হচ্ছে ফিরহাদ হাকিম । সে বলে বাংলায় উর্দুতে সবাই ভাষণ দেবে। তারই রাজনৈতিক পুত্র আনোয়ার খান ৷ তার মুখে এমন কথা স্বাভাবিক ।’ তিনি মমতা ব্যানার্জির কথিত ভাষা আন্দোলনেরও সমালোচনা করেছেন । পাশাপাশি রাজ্যের হিন্দু সসম্প্রদায়ের মানুষদের সতর্ক করে দিয়েছেন ।।