এইদিন ওয়েবডেস্ক,১৮ জুন : গরু পাচার মামলায় ধৃৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের সম্পত্তির পরিমান দেখে ভিরমি খাওয়ার জোগাড় সিবিআইয়ের আধিকারিকদের । এক বা দু’কোটি নয় স্বাবর ও অস্বাবর মিলিয়ে এযাবৎ অনুব্রতর দেহরক্ষীর ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী দল । এর বাইরেও তার বহু সম্পত্তি রয়েছে বলে সিবিআইয়ের সন্দেহ । সঙ্গত কারনেই প্রশ্ন উঠছে একজন দেহরক্ষীর সম্পদ যদি ১০০ কোটি ছাড়িয়ে যায় তাহলে খোদ অনুব্রত মণ্ডলের সম্পদের পরিমান কত ?
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই । সেই মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার তাকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় । আবেদনক্রমে ফের তাকে ৭ দিনের জন্য সিবিআইয়ের হেফাজতে পাঠানো হয় । পাশাপাশি সেহগালের বিষয় সম্পত্তির ‘সিজার লিস্ট’ আদালতে জমা দিয়েছে সিবিআই।
আর তাতেই উঠে এসেছে রাজ্য পুলিশের এক ‘ধনকুবের’ কনস্টেবলের সম্পত্তির হিসাব ।
আসুন জেনে নেওয়া যাক কি কি আছে সেই তালিকায় -২ কোটি টাকা নগদ,কলকাতার নিউটাউন, রাজাহাট, লেকটাউন ছাড়াও বোলপুরে নিজের নামে ও বেনামে একাধিক ফ্ল্যাট ও বাড়ি,প্রায় ২০০ বিঘা জমি,দেউচা পাঁচামিতে একাধিক ক্র্যাশার মেশিন ও ডাম্পার ।
প্রসঙ্গত,অনুব্রত মণ্ডলের ছত্রছায়ায় থেকেই স্কুল শিক্ষিকার চাকরি পেয়েছেন সেহগালের স্ত্রী । একজন পুলিশের কনস্টেবল ও তার স্কুল শিক্ষিকা স্ত্রীর রোজগারে কিভাবে ১০০ কোটির সম্পত্তি করা যায় তা ভেবে কুলকিনারা পাচ্ছে না সিবিআই । হিসাব দিতে পারেনি সেহগাল নিজেই । তাই ফের তাকে নিজদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল । আগামী ২৪ জুন ফের তাকে আদালতে তোলা হবে ।।