এইদিন বিনোদন ডেস্ক,০৯ ফেব্রুয়ারী : ছুরি হামলার পর হঠাৎ করে বলিউড সরগরম হয়ে ওঠেছে সাইফ আলি খান ও করিনা কাপুর খানের বিবাহ বিচ্ছেদ নিয়ে । যদিও গত ১৫ জানুয়ারী সাইফের উপর ঘটে যাওয়া হামলার ঘটনায় এখনও হিসাবের সমীকরণ থামছে না।
ভেসে আসছে নতুন নতুন তথ্য। সম্প্রতি এক অভিনেতা দাবি করেছেন সেদিনকার ঘটনা ছিল সাজানো চিত্রনাট্য । যার নেপথ্যে অন্য কেউ নন,বরঞ্চ রয়েছেন স্বয়ং সাইফপত্নী কারিনা ! নেটিজেনদের এসব অভিযোগের পর বিচ্ছেদ নিয়ে কারিনার একটা পোস্ট বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে । বিয়ে-বিচ্ছেদ নিয়ে কারিনা কাপুর খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েছে বেশ হইচই! অবশ্য সেই পোস্টে সাইফের হামলার ঘটনার কোনও উল্লেখ নেই।
কারিনা লিখেছেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে।’ তিনি আরও লিখেছেন, ‘বাস্তবজীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগে পর্যন্ত তুমি মনে করো তুমিই সব থেকে বেশি স্মার্ট।’
এখন এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল। তবে একাংশের অনুমান বেবো এমনিতেই এমন দর্শনমূলক পোস্ট করেছেন। গত ১৫ জানুয়ারী ভোর রাতে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলাকারী হিসেবে অভিযুক্ত বাংলাদেশি মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ সাইফকে ছয়বার ছুরিকাঘাত করে । হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারসহ পাঁচদিনের চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারী তাকে ছেড়ে দেওয়া হয় ।।

