এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১১ মে : বলিউড অভিনেতা সঈফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানের হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ভাবের কথা সকলেওই জানা । প্রায়ই তাঁকে বিখ্যাত মন্দিরগুলিতে ঘুরতে যেতে দেখা যায় । দেবদেবীদের পূজো দেওয়া ও তীর্থস্থান ভ্রমণের ছবিসহ অভিজ্ঞতার কথা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে দেশবাসীকে জানান তিনি । সম্প্রতি বাবা কেদারনাথে দর্শনে গিয়েছিলেন সারা আলি খান । এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে মন্দিরের দরজা পূণ্যার্থীদের জন্য খুলে রাখা হয়েছে । আর সেই সূযোগ নিতে দেখা গেল সঈফ আলি খান কন্যাকে ।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবা কেদারনাথের মন্দির ভ্রমণের ছবি শেয়ার করেছেন সারা । ছবিতে দেখা যাচ্ছে প্রবল তুষারপাতের মধ্যে তিনি কেদারনাথ ধামে পৌঁছেছেন। সারা আলি খানের মাথা ঢাকা,হাত জোড় করে বাবা কেদারনাথ মন্দিরের দিকে তিনি মাথা নত করে দাঁড়িয়ে আছেন। দেব দর্শন করার সময় সারা মাঙ্কি ক্যাপ পরেছিলেন। কারণ প্রচুর তুষারপাত হচ্ছিল এবং শ্রদ্ধালুদের ভিড়ও ছিল প্রচুর ।
প্রসঙ্গত,সারা আলি খানের এই মন্দির প্রীতির জন্য দেশের ইসলামি কট্টরপন্থীদের প্রায়ই তাঁর বিরুদ্ধে বিষোদগার করতে দেখা যায় । তাসত্ত্বেও সঈফ কন্যাকে রোখা যায়নি । ইইতিপূর্বে একাধিক হিন্দু তীর্থস্থান ভ্রমণসহ মা অমৃতা সিংয়ের সঙ্গেও মন্দিরে পূজো দিতে দেখা গিয়েছিল সারাকে ।।