এইদিন ওয়েবডেস্ক,উজ্জয়েন,০৬ জানুয়ারী : মধ্যপ্রদেশের উজ্জয়েন থেকে লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে । প্রকাশ গুপ্তা পরিচয় দিয়ে মহাকাল মন্দিরের কাছে হিন্দু মেয়ের সঙ্গে হোটেলে উঠেছিল মোহাম্মদ সইফ আহমেদ নামে এক যুবক । স্থানীয় হিন্দু সংগঠনগুলি তার কাছ থেকে হিন্দু নামে ভুয়ো আইডি পেয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । হোটেলে তার সঙ্গে এক হিন্দু মেয়েকেও পাওয়া গেছে, যে ভিলাইয়ের বাসিন্দা । শনিবার (৪ জানুয়ারি, ২০২৫) এই ঘটনা ঘটে। সাইফ আহমেদের বিরুদ্ধে পুলিশ ইন্ডিয়ান জাস্টিস কোডের (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে । হিন্দু কর্মীদের অভিযোগ করেছেন যে সাইফ হিন্দু মেয়েটিকে মহাকাল দর্শণের কথা বলে উজ্জয়িনে নিয়ে গিয়েছিল ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে উজ্জয়িনের মহাকাল মন্দিরের কাছে একলব্য হোটেলে। শনিবার হিন্দু সংগঠনগুলি এই হোটেলে হিন্দু নামে এক মুসলিম থাকার খবর পায়। খবর পেয়ে হোটেলে পৌঁছে যান হিন্দু সংগঠনের সদস্যরা। এখানে রেজিস্টার চেক করার সময় তারা জানতে পারেন যে কুমার গুপ্ত নাম বলে এক যুবক একটি হিন্দু মেয়ের সঙ্গে ঘরে আছে । সন্দেহ হলে তাকে বাইরে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তার আসল নাম সাইফ আহমেদ বলে জানতে পারেন তারা ।
সইফ ও মেয়েটি ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা। হিন্দু কর্মীরা সাইফকে ধরে নিয়ে তোলপাড় শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফ আহমেদকে হেফাজতে নেয়। মেয়েটিকেও উদ্ধার করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।মেয়েটি জানায়, সাইফ তার কাছে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছে । পুরো ঘটনায় হোটেল কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। এখানে সাইফ আহমেদ জানায়, প্রকাশ গুপ্তার পরিচয়পত্রটি একজন রিকশাচালক তাকে দিয়েছিল । পুলিশও এই দাবির সত্যতা যাচাই করছে ।।