এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,২৫ অক্টোবর : ববি দেওল অভিনীত ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর সেটে চড়াও হয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল বজরং দলের কর্মীদের বিরুদ্ধে । মধ্যপ্রদেশের ভোপালে ‘আশ্রম-৩’ সিরিজের শুটিং চলাকালীন ঘটনাটি ঘটে । এমনকি ওয়েব সিরিজের পরিচালক প্রকাশ ঝা’য়ের মুখে কালি লেপন করা হয় বলে অভিযোগ । ক্ষুব্ধ বজরঙ দলের কর্মীদের অভিযোগ, এই সিরিজে হিন্দুদের ভুলভাবে চিত্রিত করা হয়েছে । বজরং দলের নেতা সুশীল সুরহেলে সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘ওনার (পরিচালক) কি গির্জা বা মাদ্রাসা নিয়ে এমন ছবি বানানোর সাহস আছে ? উনি নিজেকে কি মনে করেন ? বজরং দলের চ্যালেঞ্জ, আমরা তাকে এই ছবি করতে দেব না । এদিন আমরা শুধুমাত্র প্রকাশ ঝা-এর মুখ কালি লেপন করেছি । এখন আমরা ববি দেওলের অপেক্ষায় আছি ।’ পাশাপাশি তিনি ববি দেওয়েল উদ্দেশ্যে বলেন, ‘দাদা সানি দেওলের কাছ থেকে তাঁর শিক্ষা নেওয়া উচিত । যিনি অনেক দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করেছেন ।’
প্রকাশ ঝা পরিচালিত ওয়েব সিরিজ ‘আশ্রম-১’ ও ‘আশ্রম-২’ য়ের পর এবার তিনি এই সিরিজের তৃতীয় পর্বের শ্যুটিং শুরু করেছেন । প্রকাশ ঝা তাঁর এই সিরিজের মাধ্যমে দেখাতে চেয়েছেন কিভাবে ধার্মিক গুরুদের একাংশ মহিলাদের অপব্যবহার করছেন । রবিবার সন্ধ্যায় এই সিরিজের তৃতীয় পর্বের শ্যুটিং চলছিল ভোপালের আরেরা হিলের পুরনো জেল চত্বরে ।
জানা গেছে,সেই সময় বজরং দলের সদস্যরা সেটে এসে চড়াও হয় । তাঁরা ‘প্রকাশ ঝা মুর্দাবাদ’, ‘ববি দেওল মুর্দাবাদ’, ‘জয় শ্রীরাম’ প্রভৃতি শ্লোগান দিতে শুরু করে । তাঁরা সেটের ক্রু সদস্যদের বাসের দিকে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ । শেষে তারা হুমকি দিয়ে যায়,তারা কোনওভাবেই এই সিরিজের শ্যুটিং চলতে দেবে না ।
এক সংবাদ সংস্থার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন দক্ষিন ভুপালের এসপি সাই কৃষ্ণ থোটা(Sai Krishna Thota) । তিনি জানান,এই ওয়েব সিরিজের শুটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বজরং দলের কর্মীরা । তাঁদের দাবি, এই ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দুদের অনুভূতিতে আঘাত করা হয়েছে ও অশ্লীল দৃশ্যও দেখানো হয়েছে । পাশাপাশি তিনি ওয়েব সিরিজের পরিচালক প্রকাশ ঝায়ের মুখে কালি লেপন ও পাথর ছোড়ার ঘটনার সত্যতার কথা স্বীকার করেছেন সংবাদ সংস্থার কাছে । যদিও এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে খবর ।।