এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর ও সিমলা,০৮ ডিসেম্বর : যাবতীয় সমীক্ষাকে মিথ্যা প্রমানিত করে গুজরাটে ব্যাপক সাফল্য পেলো বিজেপি । কিন্তু হাতছাড়া হয়ে গেছে হিমাচল প্রদেশ । একক গরিষ্ঠতা নিয়ে হিমাচলে ক্ষমতা দখল করল কংগ্রেস । বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গুজরাটের ১৮০ টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৫৬ টি আসনে । ১৬ টি তে জয়লাভ করেছে কংগ্রেস । একটিতে এগিয়ে আছে তারা । আম আদমি পার্টি ৫ টি এবং অনান্যরা ৪ টি আসনে জয়লাভ করেছে । অন্যদিকে ৬৮ আসন বিশিষ্ট হিমাচল প্রদেশে ৪০ টিতে জিতেছে কংগ্রেস । বিজেপি জয়লাভ করেছে ২৫ টি আসনে ।
এদিকে ফলাফল পরিষ্কার হয়ে যেতেই হিমাচল প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন । বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি । পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ঠাকুর বলেন,’আমি রাজ্যপালের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি কখনই মানুষের উন্নয়নের জন্য কাজ করা বন্ধ করব না। আমাদের পরাজয়ের পর্যালোচনা করা দরকার।’ কিছু ধারণার কারনেই ফলাফলের দিক পরিবর্তন করেছে বলে জানান তিনি ।
এদিকে গুজরাটে সপ্তমবারের মত শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বিজেপি । আগামী ১২ ডিসেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটি অনুষ্ঠানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল । শপথগ্রহণ অনুষ্টানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ড.গুজরাট বিজেপির সভাপতি সি.আর পাতিল ।।