এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২২ জানুয়ারী : আফগানিস্তানে ভেঙে পড়ল একটি রাশিয়ান বিমান । বরাত জোরে প্রাণে বাঁচলো পাইলটসহ ৪ যাত্রী । দূর্ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর-পূর্বআফগানিস্তানের বাদাখশান প্রদেশে । বিমানে পাইলটসহ মোট ৬ জন ছিল । তবে বাকি দু’জনের বিষয়ে কিছু জানা যায়নি । রাশিয়ান ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি (রোসাভিয়াতসিয়া) জানিয়েছে, বিধ্বস্ত রাশিয়ান ফ্যালকন-১০ বিমানটি স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে। এর আগে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, বিমানটি একটি চার্টার ফ্লাইট ছিল। ৬ জন আরোহী নিয়ে এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল। আরআইএ নভোস্তি বার্তা সংস্থা জানিয়েছে যে দুই যাত্রী রাশিয়ান, একজন গুরুতর আহত এবং অন্যজনের স্বামী যিনি ফ্লাইটের জন্য অর্থ প্রদান করেছিলেন।
তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছেন, বাদাখশান প্রদেশে নিখোঁজ হওয়া বিমানটি কুফ আব জেলার আরুজ কোহ এলাকায় পাওয়া গেছে। পাইলটসহ বিমানের ৪ জন আরোহীকে জীবিত উদ্ধার করা গেছে। তবে অপর দুই জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
দুই তালেবান কর্মকর্তা জনিয়েছেন, জীবিত ৪ জন যাত্রী এখন তালেবান প্রশাসনের কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তারা উল্লেখ করেছেন যে অপর দুই যাত্রী মারা গেছেন বলে শোনা যাচ্ছে । তবে এটির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি ছিল ফ্রান্সের তৈরি একটি ড্যাসাল্ট ফ্যালকন-১০ । শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিমানটি আফগানিস্তানের রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ।।