এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০২ অক্টোবর : ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটে হামলা চালিয়েছে ‘কিলনেট’ নামে পরিচিত একটি রুশ হ্যাকিং গ্রুপ । ব্রিটিশ সংবাদমাধ্যম ব্রিসবেন টাইমসের খবরে বলা হয়,পয়লা অক্টোবর রোববার এই হ্যাকিং হামলা চালানো হয় । ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইট প্রায় দেড় ঘণ্টা ধরে রুশ হ্যাকারদের দখলে থাকে । যদিও হ্যাকাররা এই সময়ের মধ্যে এই ওয়েবসাইটের বিষয়বস্তু অ্যাক্সেস করতে সক্ষম হয়নি বলে দাবি করা হয়েছে ।
ব্রিটিশ মিডিয়ার দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল ওয়েবসাইট অ্যাক্সেস করার উদ্দেশ্যে নয়, বরং এর পরিষেবাগুলিকে ব্যাহত করা । এদিকে ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইট কয়েক ঘন্টা পরে অনলাইনে ফিরে এসেছিল, তবে যারা লগ ইন করার চেষ্টা করছেন তারা স্ক্রিনে একটি ভুল বার্তা আসে ।
রাশিয়ান হ্যাকিং গ্রুপ ‘কিলনেট’ এই হামলার দায় স্বীকার করেছে । ক্রেমলিনপন্থী এই গোষ্ঠী এর আগে ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর অবকাঠামো, বিশেষ করে ন্যাটো সদস্যদের ওপর হামলা করেছে।
ব্রিটিশ রাজপরিবার ও এদেশের কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মতামত প্রকাশ করেনি।
ব্রিটেন ইউক্রেনের অন্যতম প্রধান মিত্র, যা রাশিয়ার হামলার পর থেকে কিয়েভকে সমর্থন করেছে। এই হ্যাকিং হামলা চালানো হয়েছে যখন কিছু ব্রিটিশ সূত্র ইতিমধ্যেই ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণের উদ্দেশ্যে ইউক্রেনে দেশটির সেনাবাহিনী পাঠানোর ঘোষণা করেছে। কিয়েভে ব্রিটিশ সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় মস্কো সতর্ক করে দিয়েছিল যে এই সিদ্ধান্ত কার্যকর হলে ইউক্রেনের ব্রিটিশ সৈন্যরা রুশ সেনাবাহিনীর আক্রমণের নিশানার মধ্যে থাকবে।।