এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০১ সেপ্টেম্বর : যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রেকর্ড লাভ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস কোম্পানি গ্যাজপ্রম । চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানির লভ্যাংশ ২,৫০০ বিলিয়ন রুবেল বা ৪১.৬ বিলিয়ন ইউরো । যা এযাবৎ ইতিহাসে সবচেয়ে বড় মুনাফা বলে দাবি করেছে গ্যাজপ্রম কর্তৃপক্ষ । গ্যাজপ্রমের ভাইস-চেয়ারম্যান ফ্যামিল সাদিগোভ বলেছেন,’পশ্চিমি নিষেধাজ্ঞা এবং বাজারের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, আমরা চলতি বছরে রেকর্ড বিক্রয় এবং লাভে রেকর্ড করেছি ।’
এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানিটি শেয়ার প্রতি ৫১.০৩ রুবেল (০.৮৫ ইউরো) একটি অন্তর্বর্তী লভ্যাংশ প্রদান করবে শেয়ারহোল্ডারদের । আর তার ফলে এর বৃহত্তম শেয়ারহোল্ডার, রাশিয়ান সরকার সবচেয়ে বেশি উপকৃত হবে । মোট লভ্যাংশের পরিমাণ হবে প্রায় ২০ বিলিয়ন ইউরো, যা রাশিয়ান কোষাগারকে যথেষ্ট মজবুত করে তুলবে ।বৃহস্পতিবার সকালে মস্কো স্টক এক্সচেঞ্জে গ্যাজপ্রমের স্টক ৩০ শতাংশ বেড়েছে ।।