এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০৬ জুলাই : বৃহস্পতিবার ইউক্রেনে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী । রাশিয়ার ড্রোন হামলায় একটি বেসরকারি আবাসিক ভবন কার্যত ধূলিস্যাৎ হয়ে গেছে । এই ঘটনায় চারজন নিহত এবং নয়জন আহত হয়েছেন । বৃহস্পতিবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, জরুরী পরিষেবা কর্মীরা ধ্বংসস্তূপে আটকা পড়া আরও লোকের সন্ধান করছেন । ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে একটি প্রতিক্রিয়া পোস্ট করে বলেছেন,’দুর্ভাগ্যবশত অনেক হতাহত হয়েছে । স্বজনদের প্রতি আমার সমবেদনা! শত্রুদের অবশ্যই জবাব দেওয়া হবে।’
জেলেনস্কির পোস্ট করা ড্রোন ফুটেজে ধ্বংসপ্রাপ্ত ভবনটি দেখা গেছে । হামলায় ভবনের তৃতীয় ও চতুর্থ তলা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে ।ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা রাশিয়ার ১০ টি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে সাতটি আটকে দিয়েছে । ওই ক্ষেপণাস্ত্রগুলি রাশিয়া কৃষ্ণ সাগর থেকে পশ্চিম ইউক্রেনীয় অঞ্চল লভিভ এবং এর নামের শহরটির দিকে বৃহস্পতিবার ভোর রাত ১ টার দিকে নিক্ষেপ করে ।মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, ক্ষেপণাস্ত্রের হামলায় প্রায় ৬০টি ভবন এবং ৫০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । তিনি বলেছেন, পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর পর থেকে লভিভের বেসামরিক অবকাঠামোতে এটি সবচেয়ে বড় হামলা ।লক্ষ লক্ষ ইউক্রেনীয় যুদ্ধ শরণার্থী পূর্বের অন্যান্য এলাকা থেকে লভিভে এসে আশ্রয় নিয়েছিলেন বলে তিনি জানান ।।