এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৬ মার্চ : ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝেই বেলারুশের ভূখন্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া । অবশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,এটি পারমাণবিক অপ্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না ।রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন,বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো অনেক আগে পোল্যান্ডের সীমান্তবর্তী বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে আমাদের প্রস্তাব দিয়েছিলেন । আমরা সেই প্রস্তাবে সম্মত হয়েছি । তবে এই ব্যবস্থাটি পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত আমাদের প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন না করেই করা হবে ।’
তিনি জানান,পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ বেলারুশের কাছে হস্তান্তর করা হবে না এবং চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজ শেষ হবে । তারই প্রস্তুতি হিসাবে ইতিমধ্যে বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম ১০টি বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুতিন ।
পুতিন বলেন,’আমরা ইতিমধ্যেই বেলারুশে খুব দরকারী ও গুরুত্বপূর্ণ মিসাইল পাঠিয়েছি । আমরা ৩ এপ্রিল ব্যবহারকারী প্রশিক্ষণও শুরু করব । পয়লা জুলাই আমরা বেলারুশে একটি কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের জন্য নির্মাণ প্রক্রিয়ার কাজ শেষ করব ।’ প্রসঙ্গত,ইউক্রেনে ভয়াবহ যুদ্ধ চলছে রাশিয়ার । এরই মাঝে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের মস্কোর এই সিদ্ধান্তে নতুন করে আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে ।।