এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০৪ মার্চ : ইউক্রেনের জাপোরিজাজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (Zaporizhia Nuclear Power Plant) দখল নিল রাশিয়ান বাহিনী । এই প্রকল্পটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক প্রকল্প । শুক্রবার ভোরে রাশিয়ার এয়ার ফোর্স হামলা চালালে পরমাণু কেন্দ্রে আগুন লেগে যায় । ইউক্রেনের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের অপারেশনাল কর্মীরা পাওয়ার ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন । স্টেশন কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন ।
ঘটনার পর ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)জরুরী ভিডিও বার্তা বলেন, ‘জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লড়াই সমগ্র ইউরোপের জন্য একটি বিপর্যয়ের হুমকি স্বরূপ ।’ তিনি যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করেন এবং চেরনোবিলে যা ঘটেছিল তা সবাইকে স্মরণ করিয়ে দেন । রাষ্ট্রপতি বলেন, ‘রুশ বাহিনী জানে তারা কী গুলি করছে ।’
পাশাপাশি তিনি সতর্ক করে জানিয়েছে,প্রকল্পটি বিকিরণ শুরু করলে এটি চেরনোবিলের চেয়ে ১০ গুণ বড় সংকট তৈরি করতে পারে । তিনি পারমাণবিক সম্পদের প্রতি রাশিয়ার উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ।
যদিও সৌভাগ্যক্রমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এলাকায় কোন বিকিরণ পাওয়া যায়নি । অগ্নিকাণ্ডে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এদিকে পরমাণু কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে আলোচনা করেন । সংঘাতের অবসান ঘটাতে এবং আগুন নেভাতে সাহায্য করার জন্য রাশিয়াকেও ডাকা হয়েছে ।।