এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০৩ মার্চ : ইউক্রেনের বড় শহর খেরসন এখন রুশ সেনাবাহিনীর দখলে । খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভ(Ihor Kolyakhiev) স্থানীয় জনগণকে রুশ সেনাবাহিনীর নির্দেশ মানতে নির্দেশ দিয়েছেন। এদিকে রাশিয়ান সেনাবাহিনী রাজধানী কিয়েভে জোরালো হামলা চালাচ্ছে এবং জনগণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাশিয়া ধীরে ধীরে ইউক্রেনকে সংযুক্ত করার মিশনে এগোচ্ছে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ।
উল্লেখ্য,খেরসন শহরের জনসংখ্যা ২ লাখ ৯০ হাজার এবং রাজধানী কিয়েভ থেকে মাত্র ৪৮০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত এবং কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ । পাশাপাশি রয়েছে বিদ্রোহীদের দোনেস্ক এলাকা । যদিও বুধবার মেয়র জানিয়েছিলেন যে শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে । তবে এখন মেয়র স্বীকার করেছেন যে রাশিয়ান সেনাবাহিনী খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে।
অন্যদিকে রাজধানী কিয়েভ দখলের ঠিক মুখেই দাঁড়িয়ে রয়েছে রুশ সেনাবাহিনী । কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, রুশ বাহিনী ইউক্রেনের রাজধানীতে অনুপ্রবেশ করছে । মেয়র জনগণকে বাড়ির ভিতরে থাকার এবং শহর রক্ষার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, ‘কিয়েভকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত হচ্ছি । কিয়েভের বাসিন্দাদের ধৈর্য না হারানোর আহ্বান জানাচ্ছি ।’
এদিকে এই প্রথম রাশিয়ার তরফ থেকে হতাহতের সংখ্যা জানানো হল । বুধবার (৩ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেনকভ টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে জানিয়েছেন,এখন পর্যন্ত রাশিয়ার ৪৯৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক হাজার ৫৯৭ জন । সেই সঙ্গে তিনি বলেন,’রাশিয়ার সামরিক বাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতির যে খবর বিভিন্ন পশ্চিমী দেশ ও রাশিয়ার ব্যক্তিমালিকানাধীন সংবাদমাধ্যমে ছড়ানো হয়েছে, তা গুজব । উদ্দেশ্যমূলকভাবে এই গুজব ছড়ানো হয়েছে ।’।