এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২৬ অক্টোবর : ভয়াবহ পরিস্থিতির দিকে মোড় নিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । রাশিয়ার ক্রিমিয়া সেতুতে হামলার পর আক্রমণের তেজ বাড়িয়েছে রুশ বাহিনী । এবার ইউক্রেনের উপর চরম হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এই পরিস্থিতিতে সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কিয়েভের ভারতীয় দূতাবাস । দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, কোনো সাহায্যের জন্য অপেক্ষা না করে, অবিলম্বে যেন সকলে ইউক্রেন ছেড়ে চলে যায় । এমনকি জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য কিছু নম্বরও জারি করা হয়েছে ।
এতদিন ইউক্রেনের রাজধানী কিয়েভকে যুদ্ধের আওতার বাইরে রাখা হয়েছিল । কিন্তু এবার ইউক্রেনের ওপর সর্বাত্মক হামলা জোরদার করেছে রাশিয়া । বুধবারে ইউক্রেনের ঝাপোরোঝিয়া (Zaporizzhia) অঞ্চলের ওরিখিভ (Orikhiv) এলাকায় রাশিয়ার গোলাগুলিতে আজ অন্তত দু’জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে । এছাড়া ছয়টি ব্যক্তিগত বাড়ি এবং একটি আবাসিক ভবন আগুনের কবলে পড়ে । কৌশলগত দক্ষিণাঞ্চলীয় খেরসন ফের নিজেদের নিয়ন্ত্রণে আনতে রাশিয়া “সবচেয়ে ভারী যুদ্ধের” জন্য প্রস্তুতি শুরু বলে আশঙ্কা প্রকাশ করেছেন একজন ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তা । আট মাস আগে ইউক্রেন আক্রমণের প্রথম দিন থেকে খেরসন প্রাদেশিক রাজধানী রাশিয়ার হাতে ছিল । কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হঠতে বাধ্য করে ইউক্রেন ।
এদিকে সৈন্যদের পর্যাপ্ত খাবার ও অস্ত্রসস্ত্র দ্রুত সরবরাহের জন্য আমলাতন্ত্রকে নির্দেশ দিয়েছেন রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন । রাশিয়ান সৈন্যদের জন্য অস্ত্র,সামরিক সরঞ্জাম ও খাবার উৎপাদন এবং সরবরাহ ত্বরান্বিত করার জন্য গঠিত একটি নতুন কমিটির জরুরি বৈঠকে মঙ্গলবার সভাপতিত্ব করেন পুতিন । ওই বৈঠকে তিনি “সব ক্ষেত্রে উচ্চ গতি অর্জন” করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ।।