এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৬ ডিসেম্বর : শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) ইউক্রেনে একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া । এদিন সকালে অন্তত তিনটি শহরকে এদিন নিশানা করা হয় । ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন,ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিভভি রিহ(Kryvvi Rih) শহরে দুই জন নিহত হয়েছে ৷ আহত হয়েছে ৫ জন । যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলাকে ‘সবচেয়ে বড়’ বলে অভিহিত করেছেন তাঁরা । কর্মকর্তারা আরও জানান,রাজধানী কিয়েভ, দক্ষিণ ক্রিভি রিহ এবং উত্তর-পূর্ব খার্কিবের জ্বালানি সুবিধা এবং অবকাঠামোগুলি “বিশাল” রাশিয়ান আক্রমণের মুখে পড়েছে এদিন ।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাতের উদ্ধৃতি দিয়ে কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাশিয়া এদিন দেশের জ্বালানি অবকাঠামোতে গুলিতে ৬০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইহানতের মতে, রাশিয়া টি ইউ-৯৫ বিমান থেকে কেএইচ-৫৫৫ এবং কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র, টিইউ-২২ এম ৩ বোমারু বিমান থেকে কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র, এস ইউ-৩৫ প্লেন থেকে কেএইচ-৫৯ রকেট, সেইসাথে কালিব্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ব্লাক সি এবং কাস্পিয়ান সাগরের উত্তর দিক থেকে এস-৩০০ রকেট ছোড়া হয়েছে । আক্রমণের সময় কিনজল ক্ষেপণাস্ত্র বহনকারী রাশিয়ান মিগ-৩১ কে জেট বিমানগুলি আকাশে লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন ইহানাত ।তিনি বলেছেন,’এদিন সকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সপ্তম বড় আকারের হামলা চালিয়েছে রাশিয়া ।’ ডিনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্টের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কোর মতে,হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ইউক্রেনের খারকিভের মেয়র ইহর তেরেখভ সোশ্যাল নেটওয়ার্ক সাইট টেলিগ্রামে বলেছেন, পুরো শহরটি অন্ধকারে ডুবে গেছে ।।