এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৬ জানুয়ারী : ইউক্রেনের ডিনিপ্রো শহরে মারাত্মক হামলা চালালো রাশিয়া । রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ডিনিপ্রো শহরের একটি ৯ তলা বিশিষ্ট আবাসন ধূলিস্যাৎ হয়ে গেছে । এই হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ডিনিপ্রোর আঞ্চলিক গভর্নরের উপদেষ্টা নাটালিয়া বাবাচেঙ্কো । তিনি আরও জানান আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক ।
বাবাচেঙ্কোর অনুমান,ধ্বংসস্তুপের নিচে ৩০ থেকে ৪০ জন মানুষ আটকে থাকতে পারে । জরুরী কর্মীদের উদ্ধৃত করে তিনি বলেন,তারা পূর্ব-মধ্য ইউক্রেনীয় শহরের নয়তলা আবাসনের ধ্বংসস্তূপের নীচে থেকে সাহায্যের জন্য চিৎকার শুনেছিল । শ্রমিকরা হিমাঙ্কের তাপমাত্রার মধ্যে তাদের উদ্ধার অভিযানের কাজ নীরবে চালিয়ে যাচ্ছে ।
শনিবার ইউক্রেনে দুবার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া । মূলত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ সহ সারা দেশকেই টার্গেট করেছিল রুশবাহিনী । পাশাপাশি পূর্বাঞ্চলীয় শহর সোলেদার এবং বাখমুতে দু’দেশের সেনার মধ্যে তীব্র লড়াই চলছে । এদিকে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো গুলি ধ্বংস হয়ে যাওয়ায় বেশিরভাগ অঞ্চলে কার্যত ব্লাক আউট হয়ে গেছে । হালুশচেঙ্কো ফেসবুকে বলেছেন,’আজ শত্রুরা ফের দেশের বিদ্যুৎ উৎপাদন সুবিধা এবং পাওয়ার গ্রিডে আক্রমণ করেছে । খারকিভ, লভিভ, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, জাপোরিঝিয়া, ভিন্নিতসিয়া এবং কিয়েভ অঞ্চলে হামলা হয়েছে ।’ ইউক্রেনের জ্বালানিমন্ত্রী বলেছেন,’আগামী কয়েকদিন কঠিন হবে । বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন ।’
এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার নতুন তরঙ্গ ইউরোপীয় ইউনিয়ন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে । রবিবার রাতে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বারেল একটি টুইট বার্তায় বলেছেন, ‘রাশিয়ার অমানবিক আগ্রাসন সরাসরি শিশুসহ নিরীহ নাগরিকদের লক্ষ্য বস্তুতে পরিণত করছে । এই অপরাধ ক্ষমার অযোগ্য ।’মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান মার্ক মিলি জানিয়েছেন,জার্মানিতে ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু করেছে মার্কিনবাহিনী ।প্রকাশিত তথ্যের ভিত্তিতে,৫০০ ইউক্রেনীয় সৈন্য আমেরিকান বাহিনীর দ্বারা প্রশিক্ষণের পর পরবর্তী ৬ বা ৮ সপ্তাহের মধ্যে যুদ্ধক্ষেত্রে ফিরে আসার কথা রয়েছে ।।