এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১২ অক্টোবর : ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মূল সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট “মেটা”কে সন্ত্রাসী এবং চরমপন্থী” সংস্থার তালিকাভুক্ত করল রাশিয়া । ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রাম রাশিয়া বিরোধী মতামত শেয়ার করছে বলে অভিযোগ । এই কারনে চলতি বছরের মার্চের শেষের দিকে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে “চরমপন্থী কার্যকলাপ চালানোর” জন্য নিষিদ্ধ করেছিল রাশিয়া । দোষী সাব্যস্ত হওয়ার পরে মস্কোর একটি আদালত ওই বছর জুন মাসে মেটার একটি আবেদন প্রত্যাখ্যান করেছিল । মঙ্গলবার(১১ অক্টোবর ২০২২) রাশিয়া জুড়ে মেটাকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয় ।
ইনস্টাগ্রাম রাশিয়ায় বিশেষভাবে জনপ্রিয়, এবং এটি বিজ্ঞাপন এবং পণ্য বিক্রয়ের জন্য একটি মূল প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হত । কিন্তু মার্চ মাস থেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম রাশিয়ায় অ্যাক্সেসযোগ্য নয় । পরিবর্তে অনেক রাশিয়ান সামাজিক মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য ভিপিএন অবলম্বন করেছে ।।