এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৬ আগস্ট : দুই শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের দিনিপ্রপেত্রোভস্ক ( Dnipropetrivska) অঞ্চলের চ্যাপলাইন (Chaplyne) শহরের একটি রেল স্টেশনে সরাসরি আঘাত করে তাদের একটি ইস্কান্দর ক্ষেপণাস্ত্র । যার ফলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দুশোরও বেশি সৈন্য নিহত হয়েছে । এছাড়া ডনবাসের যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে পাঠানো ইউক্রেনের সামরিক বাহিনীর ১০ ইউনিট সামরিক সরঞ্জামাদিও ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে ।
অন্যদিকে রাশিয়ার হামলার কথা স্বীকার করে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল, এই হামলায় অন্তত ২৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছে । তার মধ্যে ৫ জন একটি গাড়িতে ছিলেন । নিহতদের মধ্যে ৬ ও ১১ বছরের দুই শিশুও রয়েছে । তারা সকলেই পুড়ে মারা যায় । তবে কোনো সেনার মৃত্যুর কথা স্বীকার করেনি ইউক্রেন ।।