এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৫ ফেব্রুয়ারী : ইউক্রেনের সীমানা থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করল রাশিয়া ৷ মঙ্গলবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,’দক্ষিণ এবং পশ্চিম সামরিক জেলার ইউনিটগুলি সামরিক ঘাঁটিতে ফেরত পাঠানো হচ্ছে । ইতিমধ্যে রেল ও সড়ক পথে তাদের প্রত্যার্পনের প্রক্রিয়া শুরুও হয়ে গেছে ।’ উল্লেখ্য,ইউক্রেন পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ(Olaf Scholz) এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের(Vladimir Putin) এর মধ্যে নির্ধারিত বৈঠকের আগেই রুশ সেনাদের ঘাঁটিতে ফিরে আসার ঘোষণা করা হল ।
প্রসঙ্গত,রাশিয়া ইউক্রেনের চার পাশে এক লাখ সৈন্য মোতায়েনের পর থেকেই যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল । গত সপ্তাহে পুতিনের সাথে বৈঠকের পর রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু(Sergei Shoigu) বলেছিলেন, ‘কিছু রাশিয়ানের যুদ্ধের খেলা শীঘ্রই শেষ হবে ।’ ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীও আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, ইউক্রেন রাশিয়া দ্বারা আক্রমণের দ্বারপ্রান্তে রয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের বন্ধু রাষ্ট্রগুলি রাশিয়াকে হুমকি দিয়ে রেখেছিল যে, মস্কো যদি ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করে এগিয়ে যায় তবে তাদের ব্যাপক অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে । তবে অর্থনৈতিক শাস্তির কথা বলা হলেও জো বাইডেনও যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন । ইতিমধ্যেই তিনি অতিরিক্ত মার্কিন সেনা ইউরোপে পাঠিয়ে দিয়েছিলেন । ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের বড়সড় মাপের একটি যুদ্ধের আশঙ্কা করছিল বিশ্ববাসী । অবশেষে এদিন রাশিয়ার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সেই আশঙ্কা দুর হল ।।