এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০৯ জানুয়ারী : নতুন বছরে প্রথম বারের মত বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন । রবিবার উভয় দেশের ৫০ জন করে বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে । মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার মর্ডর কারাগারে আটক ছিল এবং এদের মধ্যে ৩৩ জন সেনা কর্মকর্তা, অন্যরা সৈনিক ও সার্জেন্ট বলে জানা গেছে । রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,দুই পক্ষের চুক্তি অনুযায়ী ইউক্রেনের হাতে আটক ৫০ রুশ সেনা দেশে ফিরে এসেছে । অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক বলেছেন,’আর এক দফায় বন্দী বিনিময়ের আওতায় ঘরে ফিরেছে রাশিয়ার হাতে আটক ৫০ ইউক্রেনীয় সৈন্য । তিনি আরও বলেন,’ আমরা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আটক রুশ বন্দীদের মুক্ত করেছি । পাশাপাশি মারিওপোলের ডিফেন্ডাররা, দোনেৎস্ক, বাখমুত, কিয়েভ, চেরনিহিভ, খেরসন সহ অন্যান্য অঞ্চল থেকে আটক সৈন্যদেরও মুক্তি দেওয়া হয়েছে ।’
বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী এর আগে ৩১ ডিসেম্বর ৮২ জন রুশ বন্দিকে মুক্তি দিয়েছিল ইউক্রেন । অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের ১৪০ সৈন্য ও তাদের সঙ্গে থাকা ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি কুকুরকে মুক্তি দেওয়া হয় । কিয়েভের কোঅর্ডিনেশন হেডকোয়ার্টার্স অন দ্য ট্রিটমেন্ট অব প্রিজনার্স অব ওয়ার এর তথ্য অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এনিয়ে ৩৬ দফা বন্দী বিনিময় হয়েছে । ইউক্রেনের সৈন্য ও সাধারণ মানুষ মিলে এযাবৎ মোট ১ হাজার ৬৪৬ জনকে মুক্তি দিয়েছে রাশিয়া । আন্দ্রেই ইয়ারমাক বলেন,’রাশিয়ার হাতে বন্দি সমস্ত মানুষকেই আমরা দেশে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছি, তা আমরা পূরণ করব ।’।