এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,০৭ এপ্রিল : রাজ্যের ভ্রষ্টাচারীদের যে ৩,০০০ কোটি টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) বাজেয়াপ্ত করেছে তা গরিব মানুষদের ফ্রি দেওয়া হবে বলে গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । আজ রবিবার জলপাইগুড়ির ধূপগুড়িতে ‘বিজয় সংকল্প সভা’য় প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যের ভ্রষ্টাচারীদের ৩,০০০ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে । সেই টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেসব গরিবদের পকেট থেকে গেছে তা তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে ।’ ইতিমধ্যে বিষয়টার আইনি দিকগুলি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী । প্রসঙ্গত, এর আগে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । কিন্ত প্রতারিতদের হাতে টাকা তুলে দেওয়ার ঘোষণা কোনও সভা থেকে এই প্রথম করলেন ।
প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল গরিবের প্রাপ্য টাকা নিজেরা চাইছে । আমি সেটা কী করে হতে দিতে পারি ?’ রাজ্যের তৃণমূল সরকারকে ‘গরিববিরোধী’ বলে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন,’এরা কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হতে দিচ্ছে না। বাংলায় সিন্ডিকেট-রাজ চলছে । তোলাবাজদের বাঁচাতে তৎ রাজ্যের শাসকদল । আর তৃণমূল, বাম ও কংগ্রেস একে অপরের দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই এই ইন্ডিয়া জোট বানিয়েছে।’
আজকের ধূপগুড়ির সভাতে সম্প্রতি জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। সেই সাথে প্রধানমন্ত্রী বলেন,বাংলা জুড়ে এখন একটাই আওয়াজ উঠছে, ‘এইবার ৪০০ পার’ ।’ মোদী বলেন,’কেন্দ্র সরকার যত মজবুত হবে ভারতের প্রতি বিশ্ববাসীর বিশ্বাস ততটাই মজবুত হবে। আর ভারতের বিনিয়োগ হবে,কারখানা হবে,বিদেশি পর্যটক আসবে ।’ আগের দিনে কোচবিহারের প্রধানমন্ত্রীর সভার মতোই এদিন ধূপগুড়ির সভাতেও প্রচুর মহিলাকে দেখা গেছে ।।