এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,২৪ ডিসেম্বর : রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন (RPSC) কর্তৃক পরিচালিত দ্বিতীয় শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ দিনে শনিবার সকালে প্রথম শিফটে জেনারেল নলেজ (জিকে) পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পুরো রাজ্যে ওই পরীক্ষাটি বাতিল করা হয়েছে । আজমিরে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের দপ্তর থেকে জানানো হয়েছে,দ্বিতীয় শিফটে বিজ্ঞানের পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে । কিন্তু প্রথম শিফটের পরীক্ষা না হওয়ায় ভোর থেকে ঠান্ডার মধ্যে পরীক্ষাকেন্দ্রের সামনে অপেক্ষারত পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
জানা গেছে,এদিন সকাল ৯ টা থেকে সাধারণ জ্ঞানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই উদয়পুর থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় । এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন । উদয়পুর পুলিশ ও এসওজির একটি যৌথ দল জেলার বেরিয়া থানা এলাকায় একটি গণপরিবহন বাসকে আটকায় । ওই বাসে চড়ে আরপিএসসি পরীক্ষা দিতে আসছিলেন পরীক্ষার্থীরা । পুলিশ বাস থেকে ৪০ জনকে আটক করেছে । যাদের কাছ থেকে কিছু কাগজপত্রও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ।।