এইদিন ওয়েবডেস্ক,অনন্তপুর(অন্ধ্রপ্রদেশ),০৫ এপ্রিল : ইলেকট্রিক স্কুটারের পর এবার রয়্যাল এনফিল্ড বাইকে আগুন লাগার ঘটনা ঘটল । শুধু আগুন ধরাই নয়,জোরালো বিস্ফোরণ হয় বাইকটি । এবারে ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিও ভাইর্যাল হয়েছে । তাতে জানানো হয়েছে,বাইক মালিকের নাম রবিচন্দ্র । তিনি সম্প্রতি নতুন রয়্যাল এনফিল্ড বাইক কেনার পর মাইসুরু(Mysuru) থেকে একটানা বাইক চালিয়ে প্রায় ৩৮৭ কিমি দূরে নেতিকান্তি অঞ্জনেয়া স্বামী মন্দিরে(Nettikanti Anjaneya Swamy Temple) পূজো দিতে গিয়েছিলেন । কিন্তু তিনি মন্দিরের বাইরে বাইকটি রেখে ভিতরে ঢুকতেই বাইকে আগুন ধরে । আর তার অল্প সময়ের মধ্যেই বাইকের পেট্রোল ট্যাঙ্কে প্রবল শব্দে বিস্ফোরণ হয় । তবে কিভাবে বাইকে আগুন ধরেছিল তা জানা যায়নি । এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মন্দির প্রাঙ্গন চত্বরে ।
প্রসঙ্গত,এর আগে ভারতের বিভিন্ন প্রান্তে ৪-৬ টি ইলেকট্রিক স্কুটার ও একটি একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে । বৈদ্যুতিক গাড়িতে অগ্নিকান্ডে বাবা ও মেয়ের মৃত্যু পর্যন্ত হয়েছে । সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হওয়া ভিডিও থেকে জানা গেছে,এর আগে পুণের ব্যস্ততম রাস্তায় একটি ওলা এস ১ প্রো ই-স্কুটারে আগুন ধরার ঘটনা ঘটেছিল । চেন্নাইয়ের মানজামপাক্কাম এলাকার একটি টোল প্লাজার কাছে গত এক সপ্তাহে পিওর ইভি(Pure EV)
ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায় । পরের ঘটনায় তামিলনাড়ুর ভেলোরের ওকিনাওয়াতে একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছিল । এছাড়া ত্রিচির মানাপারাইতে ও তামিলনাড়ুর ভেলোরে ওলা এস ওয়ান ই স্কুটারে (Ola S1 Pro) আগুন লেগে গিয়েছিল । গত মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের শালবাগান এলাকার একটি বাড়িতে চার্জে বসানো ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায় ।কোনও ক্ষেত্রেই আগুন লাগার সঠিক কারন জানা যায়নি । তবে অনুমান স্কুটিগুলির লিথিয়াম-আয়ন ব্যাটারির শর্ট সার্কিটের কারণেই একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে ।।