তুমি বলেছিলে, একদিন ঠিক দেখা হবে
দেখো একদিন ঠিক চিনে নেবে
এ জন্মে না হয় পরজন্মে।
কত অমাবস্যা-পূর্ণিমা পেরিয়ে
জোয়ার-ভাটা সময় স্রোতে
কত ঋতুচক্র পার হয়ে
আজ মাঝদরিয়ার পালে যখন
উল্টো হাওয়া বিপরীত স্রোত
তখন হঠাৎ উদাস পালে
তুফান তুলে খবর এলো…!
আকাশ-বাতাস নদী-কিনারে
বার্তা তখন মর্মরিত শব্দতানে—
কাঁপন লাগল স্থির জলে
আঁধারভেদী আলোকদানে।
আসলে তোমার কাছে পরজন্ম মানে তো
এ জন্মেরই সময়ের প্রবাহ।
দেখা হলো, কথা হলো।
মঞ্জরিত শাখা-প্রশাখায় মুঞ্জরিত মন
আন্দোলিত হৃদয়ে যেন চকিত স্বপন!
আশায় আশায় দিন কাটল —
মাঝখান থেকে সময় কিছুটা বয়ে গেল
ঢেউ জাগলো, পাড় ভাঙলো
সময়-স্রোতে অনুভবে
স্মৃতি হয়ে রয়ে গেল।।