তোমার জাদুর বশে প্রতিনিয়ত মত্ত হয়েছি আমি
জাগ্রত করেছি নারীত্বের প্রতিটি একান্ত অনুভূতি,
নিভন্ত আলোয় খুঁজেছি বিজয়ের স্পষ্ট প্রতিচ্ছবি
জানো, কি নামে ডাকলে আমায় হবো প্রেমে আহুতি??
ডেকো না ক্লিওপেট্রা বলে, ডেকো না গো আমায়
ক্ষণস্থায়ী প্রেমে তুমিও এসো না অ্যান্টনির রূপে,
ডেকো না গুইনিভিয়ার নামে অতৃপ্ত বাসনার মনে
ল্যান্সলর্ড রূপে চাও কী কাটাতে জীবন যপ তপে?
জুলিয়েট হতে ও বলোনা আমায় ওহে প্রিয়তম
রোমিও হয়ে অজ্ঞাত ভুলের বশে করোনা বিষ পান,
কোনোমতেই হবো না আমি তোমার ফ্রান্সিসকা
অসমাপ্ত প্রেমে পাওলো হয়ে দিও না আত্ম বলিদান।
বরং আমায় তুমি লাবণ্য বলেই ডেকো গো প্রিয়
অমিত হয়ে এসো জীবনে বহু নারী পিছে ফেলে,
ভিন্ন নারীর সংস্পর্শ ছেড়ে মিশে যেও শুধু আমাতে
প্রেমের গরবে গরবিনী হয়ে বিজয় মালা দেবো গলে।।