প্রেম পেলে মানুষ কবিতা লেখে
দুঃখ হলেও লেখে
কেউ কেউ আবার খিদে পেটে রঙিন মলাটের ভেতর আস্ত বইটাকে খাদ্য ভাবে ।
তবুও মানুষ প্রেম পেলে কবিতাই লেখে
দুঃখ হলেও লেখে
আর সব কথা লেখা হয়ে গেলে
শব্দের শেষে থাকা বিস্ময় চিহ্নের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।
চৈত্রের ঝড় পাতা ভর্তি করে শব্দ আনে কবির জন্য
উড়ন্ত মেঘে ভেসে আসে বিবর্ণ বর্ণরা ,
পাখি যখন ব্যস্ত হয়ে খড়কুটো সামলে রাখে
কবিতার খাতায় তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে
প্রবল বৃষ্টি ।
কবি ভেসে যায় স্রোতে
যেখানে যত সাজানো বাড়ি ঘর সব ডুবে যায়
তবু মুছে যাওয়া সিমান্তের মাটি খুঁজে পেলে
মানুষ কবিতাই লেখে।
একদিন বন্যায় কবিতার বই আর বাড়ি সব ভেসে যাবে জেনেও
মানুষ ভালোবাসে
পাখির মত সারাদিন রোদ বৃষ্টি গায়ে ঘুরে বেড়ায়
আর ভীষণ
প্রেম পেলে মানুষ কবিতা লেখে ।।