অনেক দিন পর আজ তোমাকে লিখছি
আজ আমি একাকী
মনে শুধু শান্তি-অশান্তির দ্বন্দ্ব
কল্পনার সেখানে ঠাঁই কোথায়?
তোমাকে কিছুতেই ভাবতে দিতে চায় না মন
আজ কিন্তু আর পারলাম না।
মনে কি পড়ে
সেই সব ফেলে আসা কৈশোরের দিনগুলি ?
এক ঝাঁক বুনো হাঁসের মতো
কোনদিন জঙ্গলে, মাঠে, নদীর চরে, পুকুর পাড়ে
নিজেদের হারিয়ে দিতাম
ঐ সব সবুজ-সাদা সর্ষে হলুদ ফুলের মাঝে।
আর আজ কত দূরে –
অজস্র শহর ,নগর ,বন্দর পেরিয়ে
এলাম হেথায় যেথা
আর্ত মানুষের হাহাকারে ভুলে গেছি সব।
তাল-তমালের গন্ধ
আম-কাঁঠালের স্বাদ,
ভুলিয়ে দিয়েছে বাঁশবনের খেলা
ডুব সাঁতারের মজা,
ঝিঁঝিঁ পোকার ডাক
আর মহুয়া ফুলের মনমাতানো সুবাস।
সব কিছুই স্বপ্ন –
পুতুল খেলা,বৌ সাজা
পুতুল বিয়ে দেওয়া।
মিথ্যা হল রাখাল সাজা
বকুল ফুলের মালা গাঁথা।
থাক এবার, আর না
মনে করে উত্তর দিও
তোমারি কল্পনা ।।