দুনিয়ার সব সুখ কিনতে চাওয়ায়
নেইতো কোনো বিলাসিতা
প্রশ্ন যখন নিজের সন্তান
নেই সেখানে স্বার্থপরতা।
ব্যস্ততাতে হয়না তাহার
কাউকে সময় দেওয়া
মেয়ের আবদারেই তার
সব ব্যস্ততা নিমেষে হাওয়া।
মেয়েকে নিয়েই আঁকা
তার গোটা জীবন কাহিনি
তার মেয়েই তার কাছে
আসল মহারাণী।
বাবা ই তার সারা জগৎ
বাবা স্বপ্নের ফেরিওয়ালা
বাবাই মেয়েকে খুঁজে দেবে
তার মনের চাহানেওয়ালা।
মেয়ের খুশির জন্য সে
সবচেয়ে বড় বাজিগর
মেয়ের দুনিয়া সাজিয়ে দিতে
সে নিখুঁত কারিগর।
স্ত্রী বা পরিবারের জন্য
খোলে না তার হাতের ভাঁজ
কিন্তু নিজের মেয়ের জন্য
সে অতি দিলদরাজ।
বউ হাজার সাজলেও
সেই দিকে চোখ পরেনা
মেয়ে ছোট্ট টিপ লাগালেও
চোখ কিছুতেই সরেনা।
তার মেয়েই নাকি রূপেগুণে
আসল বিশ্বসুন্দরী
বাকি মেয়েরা যতই সাজুক
লাগেনা তাদের সুন্দরী।
বাস্তবটা যত কঠিনই হোক
সব বাবার ভালো হোক
খারাপ স্বামী তো অনেকই হয়
তবে খারাপ বাবা কোনো পুরুষ নয়।।