জনসমুদ্রে থেকেও কখনো নিঃসঙ্গ মনে হয় নিজেকে !
শৈশব থেকে কৈশোরে পা রেখে কতকিছুর পরিবর্তনে ।
বন্ধু, মানুষ, পছন্দ অপছন্দের তালিকাটা বদলেছে,
সঙ্গীও নিঃসঙ্গ করেছে স্বার্থে বা সময়ের ব্যবধানে ।
বন্ধুদের ঠেক, আডডা,খুনসুটি এখন অতীত স্মৃতি ,
সময়ের স্রোতে ভেসে গেছে ওরা গন্তব্যের মরিচিকায়,
প্রয়োজন না হলে কেউ কারো খবর রাখে না,
ব্যস্ততার ঠুনকো অজুহাতে হারিয়ে সম্পর্কগুলো বেরঙীন।
সারাদিনের দৌড় ঝাঁপ শেষে বাড়ি ফেরে যন্ত্র মানব,
ক্লান্ত অবিশ্রান্ত দেহ এলিয়ে দেয় সোফায়, বেডে।
কফির চুমুকে স্বস্তি বোধ, অতন্দ্র চোখ মোবাইল স্ক্রীনে,
বুড়ো আঙ্গুল টা ব্যথা করে মাঝে মাঝে স্ক্রলের চাপে।
হঠাৎ একটা সময় বড় একাকীত্ব বোধ হয়, সোশ্যাল মিডিয়ায়,
ফানুস বন্ধুরা প্রিয় বন্ধুর জায়গা নেয় না কখনোই।
পরিবার ঘুমিয়ে পড়েছে,
গভীর রাতে ঝুল বারান্দায় দাঁড়িয়ে দেখি আকাশের দিকে ,
অগনিত নক্ষত্ররা মিটমিট করে জ্বলছে পাশাপাশি…