দুহাতে মেঘ সরিয়ে ইস্পাতের ফলায় এঁকেছি আগুন-পথ।
ফুলকি ছড়ানো পথে হেঁটেছি বারবার,
তীব্র জ্বলনের সর জমে জমে মেঘমল্লারে রিমঝিম।
তবুও কি মুছবে না অসাম্যের পাহাড়!
অহংয়ের বাতাসে দোল খায় খাদ জমা সততার নিশান;
সুদৃশ্য টবে শিকড়ছাঁটা বনসাই নয়নাভিরাম।
নেই ফুল, নেই ফল আগামীর কাঁটা
তাণ্ডবের ঘূর্ণিপাকে নটরাজের জটা।
তবুও মহীরুহের আশায় চারাগাছে মেঘ ভাঙে;
মান আর হুঁশ চেয়ে জীবন পথে নামে।
কোন্ ঝড়ে হবে দ্রোহকাল অবসান?
আসবে তানসেন মেঘমল্লারে!